Sunday, September 28, 2025
spot_img
HomeScrollশান্তাশ্রম বাজার উৎসব কমিটির দুর্গাপুজোর এবারের থিম কী?
Durga Puja 2025

শান্তাশ্রম বাজার উৎসব কমিটির দুর্গাপুজোর এবারের থিম কী?

শান্তাশ্রম বাজার উৎসব কমিটির সপ্তম বর্ষে ‘আদি যোগী’ থিম

বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura) ইন্দাসে শান্তাশ্রম বাজার উৎসব কমিটি এবছর পদার্পণ করল তাদের সপ্তম বর্ষে। অল্প দিনের মধ্যেই এই পুজো (Durga Puja) এলাকায় বিশেষ পরিচিতি অর্জন করেছে। প্রতিবছর নতুন ভাবনা ও অভিনব শিল্পকর্মের মাধ্যমে দর্শনার্থীদের চমক দিয়ে আসছে কমিটি। এবারে তাদের থিম ‘আদি যোগী’।

উদ্যোক্তাদের দাবি, আদি যোগীকে ঘিরে তৈরি হয়েছে গোটা প্যান্ডেল ও প্রতিমার ভাবনা। যোগের আধ্যাত্মিক শক্তি, ধ্যানের গভীরতা এবং মানবজীবনে শান্তি ও আত্মঅন্বেষণের বার্তা প্রতিফলিত হবে এবারের শিল্পকর্মে। শুধুমাত্র বাহ্যিক শোভা নয়, দর্শনার্থীদের মধ্যে এক বিশেষ আধ্যাত্মিক অনুভূতি জাগাতে চায় এই আয়োজন।

আরও পড়ুন: এবারের দুর্গাপুজোয় শ্রেষ্ঠ আকর্ষণ বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, কোথায়?

প্যান্ডেলের শৈল্পিক নকশা, প্রতিমার সূক্ষ্ম কারুকাজ এবং আলোকসজ্জার মাধ্যমে এক অনন্য পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। স্থানীয় শিল্পীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই পুজো।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের আশা, এই অভিনব ভাবনা শুধু ইন্দাস বা বাঁকুড়া নয়, জেলার বাইরের দর্শনার্থীদেরও আকর্ষণ করবে। সপ্তম বর্ষেই তাই শান্তাশ্রম বাজারের দুর্গোৎসব প্রত্যাশিতভাবে এক বিশেষ মাত্রা পেতে চলেছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News