Thursday, October 16, 2025
HomeScroll'ট্রাম্পকে ভয় পান মোদি', কটাক্ষ রাহুলের
Rahul Gandhi

‘ট্রাম্পকে ভয় পান মোদি’, কটাক্ষ রাহুলের

মার্কিন প্রেসিডেন্টকে ভয় পান মোদি! আক্রমণ রাহুলের

ওয়েব ডেস্ক : ভারত (India) আর রাশিয়া (Russia) থেকে তেল কিনবে না! বুধবার হোয়াইট হাউস থেকে এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি ভারতের তরফে। আর এ নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কটাক্ষ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেন, আসলে মার্কিন প্রেসিডেন্টকে ভয় পান মোদি। সাই কারণেই আপস করতে হচ্ছে নয়াদিল্লিকে।

বুধবার হোয়াইট হাউস থেকে ট্রাম্প দাবি করেন, ‘মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে ভারত তেল কিনবে না।’ চীনও যাতে সেই পথে হাঁটুক সেটাও চান তিনি। তবে প্রশ্ন উঠছে, তাহলে সত্যিই কি রাশিয়া (Russia) থেকে তেল কেনা বন্ধ করতে চলেছে ভারত (India)? তবে ট্রাম্পের এই দাবি আদৌ সত্য না মিথ্যা, সে বিষয়ে কিছু জানা যায়নি। কারণ, এ নিয়ে নয়াদিল্লির তরফে কোনও ধরণের বিবৃতি দেওয়া হয়নি। ট্রাম্প আবার ভারত ও আমেরিকার মধ্যে সুসম্পর্কের কথাও তুলে ধরেন হোয়াইট হাউস থেকে। তিনি বলেছেন, মোদি আমার বন্ধু, আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে।

আরও খবর : পিছু হটলেন স্ট্যালিন! তামিলনাড়ুতে নিষিদ্ধ হচ্ছে না হিন্দি

তবে এ সব নিয়ে সমাজমাধ্যমে মোদিকে কটাক্ষ করে রাহুল গান্ধী (Rahul Gandhi) লেখেন, ‘প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান।’ এর পরে পাঁচটি পয়েন্ট করে লেখেন, প্রথমে তিনি লিখেছেন, ‘ভারত রাশিয়া থেকে তেল কিনবে না, সেটা ঠিক করার অনুমতি মোদি ট্রাম্পকে দিয়েছেন।’ দুই, ‘বারবার প্রত্যাখ্যান সত্ত্বেও, ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠান মোদি।’ তিন, ‘অর্থমন্ত্রীর আমেরিকা সফর বাতিল করা হয়েছে।’ চার, ‘শার্ম আল শেখে গাজা-ইজরায়েল শান্তি চুক্তি সম্মেলন এড়িয়েছেন মোদি।’ পাঁচ, ‘অপারেশন সিঁদুর সম্পর্কে ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করেন না মোদি।’

 

তবে, এই প্রথম নয় এর আগেও মোদিকে ‘দুর্বল’ বলে কটাক্ষ করেছেন রাহুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জামানায় বিদেশনীতি চুড়ান্ত ব্যর্থ বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে বিহার ভোটের আগে ট্রাম্পের এমন ঘোষণাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে মোদিকে দুর্বল বলেই কটাক্ষ করলেন রাহুল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News