কলকাতা: তৃতীয় বারের জন্যে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খতিয়ে দেখলেন সেখানকার দুর্যোগ পরবর্তী পরিস্থিতি। অন্যদিকে কলকাতায় সাংবাদিক সম্মলনে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ফের রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির ইস্যুতে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রের টাকা নয়ছয় করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।
সোমবার উত্তরবঙ্গে পৌঁছছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Visit North Bengal)। শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে তাঁর। এদিন বন্যায় মৃতদের পরিবারের হাতেও ক্ষতিপূরণ তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রীর। খোঁজ নিতে পারেন কতটা বদলাল পরিস্থিতি। এই আবহে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধের কেন্দ্রের টাকা নয়ছয়ের অভিযোগ তুললেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন,এখানে ক্যাগ রিপোর্ট বিধানসভা পেশ হয় না। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নাম পরিবতর্ন করা এবং অর্থনৈতিক নয়ছায় করেছে। অবৈধ ভাবে টাকা এক দফতর থেকে অন্য দফতরে ‘হস্তান্তর’ হচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি।
আরও পড়ুন: কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে বড় দাবি শুভেন্দুর! কী বললেন BJP নেতা? দেখুন
শুভেন্দু বলেন, প্রধানমন্ত্রী মোদি আবাস যোজনা চালু করেন। 1923 পর্যন্ত রাজ্য সরকার পেয়েছে 30 হাজার কোটি টাকা। কেউ কেউ তৃণমূলের নেতারা ৩০টি বাড়ি , ১৭ বাড়ি নিয়েছে। প্রকৃত যাদের দরকার ,তারা পান নি। মুখ্যমন্ত্রী আজকে কেন্দ্রীয় সরকারের দেওয়া ফান্ড থেকে দিচ্ছেন । বাংলার বাড়ি প্রকল্পে নাম দিয়ে। কেন্দ্রীয় সরকার ডিজসটার মেনেজম্যান্ড এই টাকা দেওয়া হচ্ছে । বিরোধী দলনেতার অভিযোগ কেন্দ্রের পাঠানো এসডিআরএফ-র টাকা রাজ্যের পিএনআরডি দফতরে পাঠিয়ে দিয়েছে সরকার। অবৈধ ভাবে টাকা এক দফতর থেকে অন্য দফতরে ‘হস্তান্তর’ হচ্ছে। এই তহবিলে গোটা টাকাটাই যে কেন্দ্র দেয় এমনটা নয়, তাতে রাজ্যেরও অনেকটাই শেয়ার থাকে।
শুভেন্দুর দাবি, চলতি অর্থবর্ষে বিপর্যয় মোকাবিলার জন্য এসডিআরএফ-এ কেন্দ্রীয় সরকার ৯৮৩ কোটি টাকা দিয়েছে। আর গত পাঁচ বছরে তাঁরা মোট ৪ হাজার ৪৭০ কোটি টাকা দিয়েছে। কিন্তু এই টাকা ‘নয়ছয়’ করছে রাজ্য। বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকা রাজ্য সরকার অন্য দফতরে পাঠিয়ে দিচ্ছে বলেই অভিযোগ তাঁর। বিরোধী দলনেতার কথায়, “এই টাকা অন্য কোনও দফতরে পাঠানো যায় না। 1347 কোটি টাকা দেওয়া হয়েছে অন্য দফতরে । এটা নিয়ম বিরুদ্ধ, এটা একটা চিটিং কেস । দার্জিলিং সাংসদ এই বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট সচিবকে পাঠিয়েছে । আমাদের দাবি – এই ঘটনা ক্যাগ তদন্ত হোক । আমরা চাই , ভারত সরকারের টাকা ঠিক ভাবে ব্যবহার হোক । মুখ্যমন্ত্রী নেতৃত্বে অর্থনৈতিক দুর্নীতি পথে হাটছেন যারা , তাদের বিরুদ্ধে তদন্ত হোক ।
দেখুন ভিডিও







