ওয়েব ডেস্ক: এসআইআর – র প্রতিবাদ বাংলার গণ্ডি পেরিয়ে পাড়ি দিয়েছে দিল্লিতে। দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে তৃণমূলের ১০ জন সাংসদকে দায়িত্ব তুলে দিয়েছে তৃণমূল। এই ঘোষণা গত সোমবারই করেছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার কমিশনকে নয়া চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক। তাঁর চ্যালেঞ্জ, কমিশন যদি স্বচ্ছভাবে SIR পরিচালনা করে থাকে, তাহলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তৃণমূল সাংসদদের সব প্রশ্নের জবাব দিক।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন, “কমিশন কি স্বচ্ছ, নাকি শুধু দরজা বন্ধ করেই কাজ করে। যদি নির্বাচন কমিশনার সত্যিই স্বচ্ছ হয়, তাহলে মাত্র ১০ জন সাংসদকে ভয় কীসের? খোলাখুলি বৈঠক করুন না। আমাদের কাছে পাঁচটা প্রশ্ন রয়েছে। লাইভ টেলিকাস্টে এই সোজাসাপ্টা পাঁচ প্রশ্নের জবাব দিন।”
আরও পড়ুন: আমার সঙ্গে খেলতে যাস না! বিজেপিকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
সোমবার ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। সেই বৈঠক থেকেই দায়িত্ব তুলে দিয়েছেন ১০ সাংসদের উপর। সূত্রের খবর, ১০ জনের এই দলে রয়েছেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, সাকেত গোখলে।অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘোষণা করেন, এবার দিল্লির বুকে SIR বিরোধী আন্দোলন করবে তৃণমূল। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, মাত্র পাঁচজন সাংসদই দেখা করতে পারবেন। আগামী শুক্রবার, অর্থাৎ ২৮ নভেম্বর বেলা ১১টায় তৃণমূলের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন। এখন কারা কমিশনের দফতরে যাবেন, আর করা যাবেন না, তা নিয়েও একটা সংঘাত তৈরি হতে পারে! এরপরই অভিষেক চ্যালেঞ্জের সুরে সোশাল মিডিয়ায় বলেন, কমিশন যদি স্বচ্ছ হয় তাহলে ওই বৈঠকের লাইভ টেলিকাস্ট করা হোক। অভিষেক সোশাল মিডিয়ায় বলেন, “আমাদের সাংসদরা মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি। মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য কমিশনারদের মত নয়। বেছে বেছে বৈঠকের কিছু অংশ ফাঁস করা হবে যাতে বোঝানো হবে কমিশন খুব স্বচ্ছ, সেসব চলবে না।”
দেখুন খবর:






