ওয়েবডেস্ক- ২০২৫ শেষ সময়ে অপেক্ষা। ফের আমরা ২০২৬কে স্বাগত জানাব। সুখে-দুঃখে একটি বছর পার। নতুন বছর আরও অনেক অনেক সুন্দর মুহূর্ত নিয়ে আসবে এমনটাই মানুষে আশা। প্রতি বছরের মতো এবারেও ২০২৬ সালের ছুটির তালিকা (2026 Holiday List) প্রকাশ করল নবান্ন (Nabanna)। খুব স্বাভাবিকভাবেই ছুটি ঘিরে কম বেশি প্রত্যেক মানুষের মধ্যে একটি বাড়তি উন্মাদনা থাকে। বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতেও থাকছে পাঁচটি ছুটি। বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজোতেও থাকছে টানা ছুটি। অক্টোবরে থাকছে ১২টি ছুটি।

তালিকা অনুযায়ী লিস্ট ১ ও লিস্ট ২ মিলিয়ে (এনআই অ্যাক্টে ছুটি এবং রাজ্যের ছুটি) মোট ৫১ দিনের ছুটি রয়েছে। এর মধ্যে ২৩ জানুয়ারি (শুক্রবার) একই সঙ্গে ওই দিন। নেতাজি জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজো পড়েছে। ১ মে (শুক্রবার) একই সঙ্গে শ্রমিক দিবস এবং বু্দ্ধ পূর্ণিমা পড়েছে। ফলে ৫১টি ছুটি হলেও আদতে ৪৯ দিন ছুটি পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন- রাজ্য পুলিশে ফের বড় রদবদল, এবার ১০ জেলার পুলিশ সুপার বদল
২০২৬ সালে দুর্গাপুজোর ছুটি
১০ অক্টোবর: মহালয়া
১৫ অক্টোবর: চতুর্থী
১৬ অক্টোবর: পঞ্চমী
১৭ অক্টোবর: ষষ্ঠী
১৮ অক্টোবর: সপ্তমী
১৯ অক্টোবর: অষ্টমী
২০ অক্টোবর: নবমী
২১ অক্টোবর: দশমী
৪ এপ্রিল, শনিবার খ্রিস্টানদের ইস্টার স্যাটার্ডে। আদিবাসীদের জন্য ৩০ জুন, মঙ্গলবার হুল দিবসে ছুটি রাখা হয়েছে।
২০২৬ যে ছুটি নষ্ট হল-
২০২৬ সালে অন্তত ৬টি ছুটির দিন নষ্ট হয়েছে। এগুলি রবিবার পড়েছে। এগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজোও।
শিবরাত্রি: ১৫ ফেব্রুয়ারি, রবিবার
দুর্গা সপ্তমী: ১৮ অক্টোবর, রবিবার
লক্ষ্মী পুজো: ২৬ অক্টোবর, রবিবার
কালী পুজো: ৮ নভেম্বর, রবিবার
ছট পুজো: ১৫ নভেম্বর, রবিবার
বিরসা মুন্ডার জন্মদিন: ১৫ নভেম্বর, রবিবার
দেখুন আরও খবর-







