ওয়েবডেস্ক- আজ ভারতে (India) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । আমেরিকার সঙ্গে কচকচানি, রাশিয়া থেকে ভারতের তেল কেনার জন্য ট্রাম্পের চোখ রাঙানি সব কিছুকে উপেক্ষা করে ভারতে আসছেন পুতিন (Russian President Vladimir Putin)।
প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) একাধিকবার দাবি করেছেন, ভারতের পরম বন্ধু রাশিয়া। তাই সেই বন্ধুকে আজ প্রধানমন্ত্রীর বাসভবনে গ্র্যান্ড নৈশ ভোজের আয়োজন মোদি। গত জুলাইতে মোদির মস্কো সফরের সময় পুতিনকে দেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। আজ বন্ধুর সেই আমন্ত্রণ রক্ষা করতেই ভারতে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের কর্মসূচি শুরু হবে রাষ্ট্রীয় অভ্যর্থনার মাধ্যমে। এর পরে তিনি রাজঘাটে (Rajghat) গিয়ে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা অপর্ণ করবেন। ভারত সফরে বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য এটি একটি বাধ্যতামূলক কর্মসূচির মধ্যেই পড়ে। এর পরেই হায়দরাবাদ হাউসে হবে ২৩ তম, ভারত-রাশিয়া শীর্ষ বৈঠক। সেখানেই অনুষ্ঠিত হবে দুই দেশের প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক এবং কাজের ফাঁকে মধ্যাহ্নভোজ। প্রতিরক্ষা, বাণিজ্য, ভূ-কৌশল—সব ক্ষেত্রেই দুই রাষ্ট্রপ্রধানে মধ্যে একাধিক আলোচনা হবে বলে খবর। পুতিন ও মোদির বৈঠকের পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী—রাজনাথ সিং ও আন্দ্রে বেলোসোভও গুরুত্বপূর্ণ সামরিক প্রকল্প একটি পৃথক বৈঠক হবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকে ভারতের সম্ভাব্য আগ্রহ সুউ-৫৭ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের কথাও আলোচনায় আসতে পারে। পরবর্তী প্রজন্মের ফাইটার প্ল্যাটফর্ম নিয়ে ভারত বর্তমানে সম্ভাব্য বিকল্প বিবেচনা করছে, সেই তালিকায় রয়েছে রাফাল, এফ-২১, এফ/এ-১৮ ও ইউরোফাইটার টাইফুনও।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি পুতিনের প্রথম সরকারি ভারত সফর। তার শেষ সফর ছিল ২০২১ সালের ডিসেম্বরে। এই সফরে ভারত ও রাশিয়া বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি এবং মিডিয়া অন্তর্ভুক্ত থাকবে।
আরও পড়ুন- দিল্লির বৈঠকে বঙ্গ বিজেপি নেতাদের ‘ভোকাল টনিক’ মোদির!
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। বিমানটি বিকেল ৪:৩০ টার দিকে অবতরণ করবে। অপর একটি সূত্রের খবর সন্ধ্যা ৬:৩০ টার দিকে।
অবতরণের পর, তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে এক ব্যক্তিগত নৈশভোজে যোগ দেবেন। সেখানে কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং রাষ্ট্রপতি পুতিন উপস্থিত থাকবেন। গত বছর মোদির মস্কো সফরের সময়, পুতিন তাকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
একনজরে পুতিনের কর্মসূচি
পুতিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে ৫ ডিসেম্বর, শুক্রবার থেকে। তিনি দিনের শুরুতে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, সম্ভবত সকাল ১১টার দিকে।
সেখান থেকে, তিনি হায়দ্রাবাদ হাউসে যাওয়ার আগে, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে রাজঘাট যাবেন, যেখানে বেশিরভাগ আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে।
শুক্রবার হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি পুতিনের মধ্যে বার্ষিক ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হবে। মোদি ওখানেই পুতিন এবং রাশিয়ান প্রতিনিধিদলের জন্য একটি কর্মদিবসের আয়োজন করবেন।
শীর্ষ সম্মেলনের আলোচনার পর, পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারক RT-এর একটি নতুন ভারত-কেন্দ্রিক চ্যানেল চালু করবেন বলে আশা করা হচ্ছে। সন্ধ্যায়, তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মানে আয়োজিত একটি রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন।
পুতিন সম্ভবত শুক্রবার রাত ৯:৩০ টার দিকে ভারত থেকে রাশিয়ায় রওনা দেবেন, শেষ হবে পুতিনের প্রায় ২৮ ঘন্টার সফর শেষ হবে।
দেখুন আরও খবর-







