Saturday, December 13, 2025
HomeScrollদুর্নিবারের প্রাক্তনকে বিয়ে করলেন মোহরের প্রাক্তন
Haati Haati Paa Paa

দুর্নিবারের প্রাক্তনকে বিয়ে করলেন মোহরের প্রাক্তন

মেয়ে-বাবার সম্পর্কের সমীকরণ নিয়ে আসছে নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’

ওয়েব ডেস্ক: কথাতেই আছে মেয়েরা বাবার আদুরে হয়! বাবা-মেয়ের তেমনই এক সম্পর্কের গল্প নিয়ে মুক্তি পেয়েছে অর্ণব মিদ্যার ছবি ‘হাঁটি হাঁটি পা পা’ (Haati Haati Paa Paa)। বাবা-মেয়ের এক নিখাদ সম্পর্কের গল্প নিয়েই এই ছবি। ইতিমধ্যে সিনেমা হলে চলছে এই ছবি। তারই মাঝে বৃহস্পতিবার ছবির স্পেশাল স্ক্রিনিং-এ দেখা মিলল ছবির মুখ্য দুই চরিত্র অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) এবং রুক্মিণী মৈত্রকে(Rukmini Maitra)। ছবি দেখতে এসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়ও।

বাবা-মেয়ের সম্পর্ক সবসময় খুব মিষ্টি৷ সময় পালটায়, মেয়ে বড় হয় আর তার সঙ্গে সঙ্গেই সে হয়ে ওঠে বাবার ভরসার জায়গা। কড়া অনুশাসনে একটা বয়সের পর যেমন মেয়েরা বেঁধে রাখে বাবাকে, ঠিক তেমনই ঝগড়া, অভিমান, রাগ সবটুকুই উজাড় করে দেয় তাঁর কাছেই। মেয়েদের প্রতি বাবাদের স্নেহ থাকে অমরিসীম৷এবার সেই বাবা-মেয়ের গল্প বলল বাংলা ছবি হাঁটি হাঁটি পা পা৷ এই ছবিতে শুধু মেয়ের জন্য বাবার স্নেহ নয়, বাবার জন্য মেয়ের ভালবাসাও প্রকাশ পেয়েছে৷ এখানেই ছবির শেষ নয়৷ একেবারে শেষেই রয়েছে ছবির ট্যুইস্ট এবং অবশ্যই কঠিক বাস্তবের মুখোমুখি হবেন দর্শক৷ গল্পটার মধ্যে একটা সারল্য রয়েছে৷

আরও পড়ুন: ‘ঠাকুর’ এর কাছে কাতর প্রার্থনা অঙ্কুশের, কী এমন হল…

অন্য খবর দেখুন

Read More

Latest News