Wednesday, July 2, 2025
HomeCurrent Newsত্রিকোণ প্রেমের বলি প্রেমিকার স্বামী, আক্রান্ত হওয়ার নাটক করে হাসপাতালে প্রেমিক

ত্রিকোণ প্রেমের বলি প্রেমিকার স্বামী, আক্রান্ত হওয়ার নাটক করে হাসপাতালে প্রেমিক

Follow Us :

কালনা: ত্রিকোণ প্রেমের সম্পর্কের জের। প্রেমিকার স্বামী পথের কাঁটা। তাঁকে সরাতেই ষড়যন্ত্র। আক্রান্ত হওয়ার নাটক করেও পুলিশের জালে অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে কালনা থানার অন্তর্গত উত্তর রামেশ্বরপুরে।

প্রেমিকার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাটিতে মুখ গুঁজে শ্বাসরোধ করে নৃশংস খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম মুকসেদ সেখ। বয়স ২৮ বছর। বাড়ি বেগপুর পঞ্চায়েতের অন্তর্গত পাথরডাঙ্গা এলাকায়।

অভিযোগ, বুধবার রাতে মৃত ব্যক্তির স্ত্রীর প্রেমিক মানিক মণ্ডল সহজপুর বাজারে (মানিক মণ্ডলের দোকানের কাছে) পৌঁছোয়। এরপর মানিক মোটরবাইকে করে উত্তর রামেশ্বরপুর এলাকায় নিয়ে যায় মুকসেদ শেখকে। সেখানে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

আরও পড়ুন – শাড়ি পরা মহিলাকে ঢুকতে না দেওয়ার অভিযোগ, রোষানলের মুখে দিল্লির অভিজাত রেস্তোরাঁ

এরপরই,  ডাব কাটার কাটারি দিয়ে প্রথমে কুপিয়ে, পরে মাঠের মধ্যে কাঁদায় মুখ গুঁজে দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে মুকসেদকে খুন করে মানিক মণ্ডল। তারপর নিজেও আক্রান্ত হওয়ার ভান করে ওই এলাকাতেই পড়েছিল মানিক।

ঘটনার পর স্থানীয়দের মানিক জানায় অতর্কিত ভাবে তাঁদের দুজনার উপর দুষ্কৃতীরা আক্রমণ করে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় কালনা থানা পুলিশ। এরপরই দুজনকে উদ্ধার করে ওই রাতেই কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন – মা ও তার প্রেমিক সুচ ঢুকিয়ে হত্যা করেছিল মেয়েকে, ফাঁসির সাজা শোনাল আদালত

হাসপাতালের চিকিৎসকরা মুকসেদ শেখকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে মানিক মণ্ডল কালনা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ত্রিকোণ প্রেমের জেরে পথের কাঁটাকে সরাতে ভাইকে খুন করেছে মানিক। এমনই দাবি করেছেন মৃতের দাদা জাকের আলী শেখের। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39