skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeখেলা'দশ রুপাইয়া কা পেপসি, আইয়ার ভাইয়া সেক্সি' কানপুরের দর্শক মজে শ্রেয়সে

‘দশ রুপাইয়া কা পেপসি, আইয়ার ভাইয়া সেক্সি’ কানপুরের দর্শক মজে শ্রেয়সে

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক: কানপুরে টেস্ট অভিষেক| সুনীল গাওস্করের হাত থেকে টেস্ট ক্যাপ পাওয়া| আর কেরিয়ারের প্রথম টেস্টেই চূড়ান্ত সফল শ্রেয়স আইয়ার| অভিষেক টেস্টেই শতরান| কানপুরে গুন্ডাপ্পা বিশ্বনাথের পর তাঁরই এই রেকর্ড| আর তাতেই মুগ্ধ কানপুরবাসী| কানপুর স্টেডিয়াম জুড়ে শুধু তাঁরই জয়ধ্বনী|

শ্রেয়স অর্ধশতরান করার পর শোনা গিয়েছিল পাঁচ রুপাইয়া কা পেপসি, আইয়ার ভাইয়া সেক্সি| আর শুক্রবার তো অভিষেক টেস্টে সেঞ্চুরী করেছেন তিনি| গোটা স্টেডিয়াম জুড়ে একটাই স্লোগান, দশ রুপাইয়া কা পেপসি, আইয়ার ভাইয়া সেক্সি| আর সোশ্যাল সাইটে যা ভাইরাল হতে কয়েক মিনিটই নিয়েছে|

বৃহস্পতিবার চা বিরতির আগ থেকেই দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন শ্রেয়স আইয়ার| সেদিন ৭৫ রানে থেমেছিলেন মুম্বইয়ের এই তরুণ তারকা| সঙ্গে রবীন্দ্র জাদেজাও ছিলেন| শুক্রবার সকালে প্রথম সেশনটা কঠিন চ্যালেঞ্জ ছিল ভারতের সামনে| প্রায় সকলেই ব্যর্থ| কিন্তু কিউইদের বিরুদ্ধে লড়াইটা করে, কেরিয়ারের প্রথম টেস্টেই শতরান করে নজির গড়েছেন শ্রেয়স আইয়ার|

আর তাতে সমস্ত প্রাক্তনরা যেমন মুগ্ধ, তেমনই শ্রেয়সে মুগ্ধ হয়ে রয়েছে কানপুরের ক্রিকেটপ্রেমীরা| তিনিই তো এখন স্টেডিয়ামে খেলা দেখতে আসা সকলের কাছে নায়ক| তাঁর চওড়া ব্যাটেই ভারত ঘুরে দাঁড়িয়েছে| তাই শ্রেয়স আইয়ারকে নিয়েই মজে সকলে|

RELATED ARTICLES

Most Popular