skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeখেলাতৃতীয় দিন কিউইদের ওপর চাপ বাড়াতে বড় রান চায় ভারত

তৃতীয় দিন কিউইদের ওপর চাপ বাড়াতে বড় রান চায় ভারত

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক: দ্বিতীয় দিনেই ম্যাচের রাশ ভারতের(India vs New zealand) হাতে| নিউ জিল্যান্ড একপ্রকার কোনঠাসা| নিজেদের জয় নিশ্চিত করতে তৃতীয় দিন নিউ জিল্যান্ডের ওপর রানের পাহাড় চাপানোই একমাত্র লক্ষ্য ভারতীয় দলর| সময় স্থির করা হয়ে গিয়েছে| বড়সড় রান করে নিউ জিল্যান্ডের ওপর তৃতীয় দিন থেকেই চাপ তৈরি করার রণনীতি টিম ইন্ডিয়ার|

প্রথম দিন থেকেই ময়াঙ্ক আগরওয়ালের চওড়া ব্যাটে ভর করে ধীরে ধীরে লড়াইয়ে ফিরেছিল ভারত| দ্বিতীয় দিন আজাজ পটেলের(Ajaz Patel) ভয়ঙ্কর দাপট দেখা গেলেও, একমাত্র ময়াঙ্কই তাঁকে বেশকিছুক্ষণ সামাল দিয়ে গিয়েছেন| দেড়শো রানের দুরন্ত ইনিংস খেলে ভারতকে পৌঁছে দিয়েছিলেন ৩০০ রানে|

এরপর বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন অশ্বিন, সিরাজরা| নিউ জিল্যান্ডকে ৬২ রানে শেষ করে ২৬৩ রানের লিড নিয়েছিল ভারত| ছক কষা তখন থেকেই হয়ে গিয়েছিল ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্কের| আর সেজন্যই নাকি ফলোঅন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট|

ম্যাচের শেষেই নিজেদের ব্লু প্রিন্টের খানিকটা আভাস দিয়ে দিলেন ময়াঙ্ক আগরওয়াল| তিনি বলেন, তৃতীয় দিন আমাদের লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব বড় রান করা| নিউ জিল্যান্ডের ওপর চাপটা আরও বাড়িয়ে দিতে চাই আমরা|

ম্যাচের বাকি এখনও তিনদিন| কিন্তু ভারতীয় দল যে ওয়াংখেড়ে টেস্ট তার আগেই শেষ করে দিতে চাইছে তা বেশ বলাই বাহুল্য|

RELATED ARTICLES

Most Popular