skip to content
Friday, September 13, 2024

skip to content
HomeBig newsমুখ্যমন্ত্রীর মানহানি-মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত
Calcutta High Court

মুখ্যমন্ত্রীর মানহানি-মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত

রাজ্যপালের বিরুদ্ধে কোনও মন্তব্য করা যাবে না, এই আর্জিতে স্থগিতাদেশ দিল না আদালত

Follow Us :

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মানহানি মামলার শুনানি শেষ হল সোমবার। তবে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৃষ্ণা রাও রায় স্থগিত রেখেছেন। কবে পরবর্তী শুনানি, তার দিনক্ষণও জানানো হয়নি। রাজ্যপালের ( CV Ananda Bose) আইনজীবীর দাবি ছিল, মামলার সঙ্গে যুক্তরা যেন রাজ্যপাল সম্পর্কে কোনও মন্তব্য না করেন, সে ব্যাপারে আদালত স্থগিতাদেশ দিক। আদালত এদিন সেই অন্তর্বর্তী স্থগিতাদেশও দেননি। এর আগে গত বুধবারও মামলার শুনানিতে আদালত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। পাশাপাশি মামলার শুনানির এক্তিয়ার নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ আদালতে নতুন আবেদন জানান। এই আবেদনের প্রেক্ষিতে কুণালকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার মামলার শুনানিতে রাজ্যপালের আইনজীবী ধীরাজ দ্বিবেদী বলেন, রাজ্যপাল সম্পর্কে মানহানিকর মন্তব্য করা হয়েছে। দুজন নির্বাচিত বিধায়কের শপথগ্রহণ ঘিরে বিতর্কের সূত্রপাত। তাকে কেন্দ্র করে রাজ্যপাল সম্পর্কে বিভিন্ন জন নানা কথা বলেছেন। যা কখনওই কাম্য নয়। যে বক্তব্যের কোনও ভিত্তি নেই, তা তাঁদের বলা বন্ধ করা উচিত। তাঁদের বক্তব্য শুধু সংবাদমাধ্যমে নয়, নিজেদের সোশ্যাল মিডিয়াতেও ফলাও করে প্রকাশিত হয়েছে। এই সব কথা বলা থামানো দরকার। রাজ্যপালের মতো পদাধিকারীর সম্মানে আঘাত করা ঠিক না, একজন নাগরিক হিসেবে এটাই বুঝি। আপাতত এমন মন্তব্যে বন্ধ রাখার আবেদন জানাচ্ছি।

আরও পড়ুন: আটকে থাকা জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দ ছাড়ার ইঙ্গিত

পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই কথা বলেননি। রাজভবনের ঘটনা প্রকাশ্যে আসে। মহিলারা অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। বিধায়করা রাজভবনে শপথ নিতে যেতে ভয় পাচ্ছেন। যে মহিলাকে নিয়ে ঘটনা তিনি নিজেই বলেছেন রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। মহিলাদের এই অভিযোগের কথাই মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। তিনি নিজে থেকে কিছু বলেননি। মুখ্যমন্ত্রী বলেছেন, মহিলারা আমাকে অভিযোগ করেছেন।  যেখানে অভিযোগকারিণীর বক্তব্য মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন, সেখানে তাঁর বিরুদ্ধে কী করে মানহানির মামলা দায়ের করা যায়।

তারপরই রাজ্যপালের আইনজীবী প্রশ্ন তোলেন, দুই বিধায়ক নির্বাচিত হয়েছেন। তাঁরা শপথ নেবেন। এটা প্রশাসনিক কাজকর্মের মধ্যে পড়ে। কিন্তু সেখানে অন্য বিষয় কেন জুড়ে দেওয়া হল? সওয়ালে অংশ নেন দুই বিধায়কের আইনজীবী জয়ন্ত মিত্র এবং কিশোর দত্ত। দুই পক্ষের সওয়াল শেষে এদিন রায় স্থগিত রাখেন বিচারপতি কৃষ্ণা রাও। 

 দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bhatpara | ব্যাগ ভর্তি বোমা, ভাটপাড়ায় ভয়াবহ ঘটনা
40:31
Video thumbnail
Junior Doctors | কতজন জুনিয়র ডাক্তার কাজে যোগ দিলেন? জানতে চাইল রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা
07:36:16
Video thumbnail
Sitaram Yechury | ২৫ দিনের যুদ্ধ শেষ, প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
07:25:15
Video thumbnail
Mamata Banerjee | ২ ঘন্টা ১০ মিনিট অপেক্ষা, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী, দেখুন নবান্ন থেকে সরাসরি
05:03:56
Video thumbnail
Mamata Banerjee | লাইভ স্ট্রিমিং কেন নয়? ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী
04:55:00
Video thumbnail
Politics | পলিটিক্স (12 September, 2024)
09:37
Video thumbnail
চতুর্থ স্তম্ভ (Fourth Pillar) । উৎসব কাদের? উৎসব কী? উৎসবে নেই কারা?
10:56
Video thumbnail
Weather Update | ফের নিম্নচাপ জারি হলুদ সতর্কতা, প্রবল বৃষ্টি কোন কোন জেলায়?
11:02:46
Video thumbnail
আজকে (Aajke) | কলকাতার সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আছেন কেন?
11:28
Video thumbnail
Nabanna | Doctor Protest | নবান্নে মুখ্যমন্ত্রী - জুনিয়র ডাক্তার বৈঠক শুরু হল না, দেখুন সরাসরি
04:05:00