কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিজ প্রায় তিন হাজার সিনেমাকর্মীকে লকডাউনে সাহায্যের অঙ্গীকার করেছেন কেজিএফ সিনেমা জনপ্রিয় অভিনেতা যশ। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ইন্ডাস্ট্রির কলাকুশলীদের তিনি ১.৫ কোটি টাকা অনুদান দেবেন। প্রত্যেকের একাউন্টে নগদ এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে। প্যান্ডেমিকে ইন্ডাস্ট্রির খেটে খাওয়া বহু মানুষ বেকার হয়ে পড়েছেন। লকডাউনের কারণে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির শুটিং বেশ কিছুকাল বন্ধ। তার ফলে আর্থিক সমস্যায় পড়েছেন বিশেষত টেকনিশিয়ানরা। টুইটারে লিখেছেন, ” অদৃশ্য শত্রু ‘কোভিড ১৯’ মানুষের জীবিকা অনিশ্চিত করে তুলেছে। আমার কন্নর ফিল্ম ইন্ডাস্ট্রিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এই কঠিন সময় ইন্ডাস্ট্রির একুশটি শাখার তিন হাজার সদস্যকে আমি সাহায্য করতে চাই। আমার আয় থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে অনুদান দিচ্ছি।” রকিং স্টার হিসেবে পরিচিত এই জনপ্রিয় চিত্রতারকা যশ। তার পরবর্তী সিনেমা ‘কেজিএফ:চ্যাপ্টার ২’। এই ছবিতে আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত,শ্রীণিধি শেটি, অদ্ভুত কুমার,অনন্ত নাগ নাসের,রবীনা ট্যান্ডন প্রমূখ। করো না পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা।
Html code here! Replace this with any non empty text and that's it.