ব্রাজিলের মতো আর্জেন্তিনাও কাতার বিশ্ব কাপে কোয়ালিফাই করে গিয়েছিল আগেই। তবু শুক্রবার রাতে তারা লাতিন আমেরিকা লিগের ষোল নম্বর ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়ে দিল ৩-০ গোলে। ৩৫ মিনিটে নিকোলাস গঞ্জালেসের গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। ৭৯ মিনিটে অ্যাঞ্জেলো ডিমারিয়া ২-০ করেন। তিন মিনিট পর লিওনেল মেসি গোল করলে আর্জেন্তিনার জয় সম্পূর্ণ হয়। লিগ তালিকায় এক নম্বরে আছে ব্রাজিল। তাদের পয়েন্ট ১৬ ম্যাচে ৪২। দুই নম্বরে আছে আর্জেন্তিনা। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। এই দুই দেশের সঙ্গে কাতার বিশ্ব কাপের জন্য কোয়ালিফাই করে গেছে ইকুয়েডর ও উরুগুয়ে। দুটো টিমেরই ১৭ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট। দশ দেশের ডাবল লেগে প্রত্যেক দলকে খেলতে হয় ১৮টি করে ম্যাচ। ব্রাজিল ও আর্জেন্তিনার এখনও দুটো করে ম্যাচ বাকি। অন্যদের একটা করে। লাতিন আমেরিকার পঞ্চম দল প্লে অফ খেলবে এশিয়া অঞ্চলের পঞ্চম দলের সঙ্গে। ইতিমধ্যে এশিয়া থেকে চারটি দল কোয়ালিফাই করে গেছে। তারা হল ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সৌদি আরব। পঞ্চম দলের জন্য লড়াইয়ে আছে অস্ট্রেলিয়া। সম্ভবত তারাই প্লে অফ খেলবে লাতিন আমেরিকার পঞ্চম দলের সঙ্গে।
Html code here! Replace this with any non empty text and that's it.