skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent NewsHowrah Municipal Election: হাওড়া পুরভোট মামলায় হাইকোর্টে ভুল স্বীকার রাজ্যের

Howrah Municipal Election: হাওড়া পুরভোট মামলায় হাইকোর্টে ভুল স্বীকার রাজ্যের

Follow Us :

কলকাতা: হাওড়ার পুর নির্বাচন চেয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে ভুল স্বীকার করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়৷ বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি বিভাস রঞ্জন দে’র ডিভিশন বেঞ্চে পুরভোট-বিতর্কের প্রথম শুনানি হয়।

এ দিনের শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, রাজ্যপাল হাওড়া-বিলে সম্মতি দেননি। তিনি ভুল তথ্য পেশ করেছিলেন। কেন ভুল তথ্য পেশ করেন তা সবিস্তারে হলফনামা দিয়েই আদালতে পেশ করবেন বলে জানান। মামলার পরবর্তী শুনানি আগামী ৬ জানুয়ারি। আদালত সূত্রে খবর, আগামী ৬ জানুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মূল মামলাটির শুনানি হবে।

আগামী ২২ জানুয়ারি যে চার পৌরসভায় নির্বাচনের আয়োজন করা হয়েছে তা থেকে কেন হাওড়ার নাম বাদ গেল এই মর্মেই জনস্বার্থ মামলা দায়ের হয়৷ অন্যতম মামলাকারী মৌসুমী রায় পুর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন৷ গত  সোমবার রাতে দ্রুত শুনানির আর্জিতে মৌসুমী রায়ের বক্তব্য ছিল, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল ৫ টি পুরনিগমের নির্বাচন হবে৷ তার পরও কেন কমিশন চারটি পুরনিগমের নির্বাচন ঘোষণা করল? কেন বাদ গেল হাওড়া পুরনিগমের নাম?

হাওড়া পুরসভার অধীনেই ছিল বালি পুরসভা। ‘মাইক্রো লেভেলে নাগরিক পরিষেবা’ পৌঁছে দিতে গত ১২ নভেম্বর বালিকে আলাদা করার সিদ্ধান্ত হয়। সেই মতো সদ্য অনুষ্ঠিত বিধানসভা অধিবেশনে বিল আনা হয়। বিল পাশ করানো হলেও রাজ্যপালের সই না করায় আইনে পরিণত হয়নি৷ ঝুলে রয়েছে হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার বিষয়টি৷

RELATED ARTICLES

Most Popular