মোহনবাগান ক্লাবের উদ্যোগে এবার হবে বই মেলা। তবে সেই মেলায় থাকবে শুধু খেলাধুলা সংক্রান্ত বই। আগামি ২৯ জুলাই হবে মোহনবাগান দিবস। তার পরেই ক্লাবের মাঠেই হবে বইমেলা। বুধবার ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এই প্রস্তাব রেখেছেন সচিব দেবাশিস দত্ত। সচিবের প্রস্তাব, আগামি দিনে ক্লাবে একটি স্পোর্টস লাইব্রেরি করা হবে। তাতে দেশ বিদেশের ক্রীড়া বিষয়ক বই থাকবে। শুধু ক্লাবের সদস্যই নয়, উৎসাহী পাঠকরাও সেই লাইব্রেরিতে পড়াশোনা করতে পারবেন।
বুধবারের সভায় উপস্থিত ছিলেন সভাপতি টুটু বসু। তাঁর সম্মতিতেই দেবাশিস বই মেলা এবং স্পোর্টস লাইব্রেরি সংক্রান্ত প্রস্তাবগুলি পেশ করেন। এবং সেগুলো সবই গৃহীত হয়। এছাড়া ক্লাবের হকি টিমের পুরনো গৌরব ফিরিয়ে আনতে প্রাক্তন অলিম্পিয়ান অশোক কুমারকে মেন্টর করা হয়েছে। কিংবদন্তী ধ্যান চাঁদের পুত্র অশোক কুমার ভারতের হয়ে বিশ্ব কাপ চ্যাম্পিয়ন টিমের সদস্য। তিনি মোহনবাগানের জার্সি গায়ে কলকাতা লিগ এবং বেটন কাপেও খেলেছেন। হকির জন্য আলাদা মাঠের ব্যবস্থা করা হচ্ছে যেখানে অ্যাস্ট্রো টার্ফের ব্যবস্থা থাকবে। অ্যাথলেটিক্সের জন্য ইতিমধ্যেই সোমা বিশ্বাসকে মেন্টর করা হয়েছে। সোমা এদিনের সভায় উপস্থিত ছিলেন।