কয়েকদিন আগে নিজের ওটিটি প্ল্যাটফর্ম আনার খবর ঘোষণা করেছিলেন কিং খান – শাহরুখ। বলিউডের সঙ্গে এবার ইন্ডিয়ান স্পোর্টস সেলেব শুরু করে দিলেন , নিজস্ব ইউ টিউব চ্যানেল। অলিম্পিক সোনার পদক জয়ী অ্যাথলিট নীরজ চোপড়া চালু করলেন। তাঁর লক্ষ্য একটাই, এই চ্যানেলের মাধ্যমেই ভবিষ্যতের প্রতিভাদের গাইড করবেন।
জ্যাভলিন থ্রোয়ার নীরজ আপাতত ঠিক করেছেন, বিভিন্ন ছবি – ভিডিও ক্লিপ দিয়ে নিজের লড়াইয়ের কথা শোনাবেন। নানান সাফল্যের ভিডিও পোস্ট করবেন। সঙ্গে সঙ্গে ফিটনেস নিয়ে নানান টিপস দেবেন।
Ever since I was a young boy, @YouTubeIndia has been my companion. I learned so much from the videos I watched, and I'm happy to let you know that I am now on #YouTube, ready to take you on my journey with the javelin and beyond. See you there! Click here: https://t.co/IwPplZ1LQw pic.twitter.com/fkIXxWmmfV
— Neeraj Chopra (@Neeraj_chopra1) March 20, 2022
ইতিমধ্যে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে তাঁর এই নয়া পদক্ষেপ করার ঘোষণা করে দিয়েছেন। তাঁর ৭০ লাখ ফ্যান এবার নীরজের ইউ টিউব সাবস্ক্রাইবার হতে চলেছেন, এটা বলাই যায়।
নিজের চ্যানেল চালু করার সময় চমৎকার কথা বলতে শোনা গেছে নীরাজকে। ‘ আমার সঙ্গে ইউ টিউবের যোগাযোগ অনেক পুরনো। আমি সব বিখ্যাত জ্যাভলিন থ্রোয়ারদের ভিডিও দেখতাম। নিজেকে তৈরি করতাম। শুধু যে নিজের স্পোর্টস নিয়েই খোঁজ নিতাম তা নয়, ট্রেনিংয়ের মাঝে বিনোদনের জন্যও রসদ পেয়েছি।’
Isliye, behad khushi hoti hai ye dekh kar ki aaj YouTube ke creator economy se India ke chhote-bade shehro mein bhi YouTube se accha yogdaan ho raha hai. https://t.co/rOQBYuzR4U #CreatingForIndia #Collab
— Neeraj Chopra (@Neeraj_chopra1) March 6, 2022
৪৮ ঘন্টার মধ্যে নীরজ চোপড়া ( Neeraj Chopra) চ্যানেল ১৭ হাজার ৬০০ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তাঁর পোস্ট করা সব ভিডিও এক লাখের বেশি ভিউ হয়ে গেছে।
ছবি: সৌ টুইটার।