skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent Newsশক লেগে মৃত রেলের ঠিকা শ্রমিক

শক লেগে মৃত রেলের ঠিকা শ্রমিক

Follow Us :

সোমবার দুপুরে শিয়ালদহ রাজধানী ও শিয়ালদহ বিকানির স্পেশালে সাফাইয়ের কাজ করতে গিয়ে পুরোনো কেবলে শক লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জিএসঅ্যান্ডআইএস কোম্পানির ঠিকা শ্রমিক প্রসেনজিৎ পুরকাইত (৩২)। এই ঘটনায় প্রসেনজিতের ডান হাত জখম হয়। সঙ্গে সঙ্গে সহকর্মীরা প্রথমে তাঁকে রেলের হাসপাতালে নিয়ে যায় তারপর সেখান থেকে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ঠিকাদার সংস্হার কর্মীরা দাবি তুলেছেন মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে ও তাঁদের নিরাপত্তার স্বার্থে কাজে ব্যবহৃত সরঞ্জামকে আধুনিক উপযুক্ত করতে হবে।
লকডাউনের সময়কালে ঠিকা সংস্হার অনেক শ্রমিকই তাঁদের কাজ হারিয়েছেন। এই করোনা আবহে শিয়ালদহ থেকে চালু থাকা দূরপাল্লার ট্রেনগুলি এই ঠিকা শ্রমিকরা সাফাই ও স্যানেটাইজের কাজ করলেও ঠিকাদার সংস্হার পক্ষ থেকে এই সংস্থার শ্রমিকদের মাক্স বা স্যানিটাইজার দেওয়া হত না। এইগুলি চাইতে গেলে তাঁদের ভয় দেখানো হত। এই পরিস্হিতির মধ্যেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যেতে হয় এই ঠিকা শ্রমিকদের। এরই মধ্যে এদিনের এই ঘটনা নতুন করে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular