পশ্চিম মেদিনীপুর: আমফানে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়ে বিপাকে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লক প্রশাসন। গত দু’বছর আগের আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল রাজ্যের বেশ কয়েকটি জেলা। যার মধ্যে ছিল শালবনী ব্লকের ১০ নং কর্নগড় অঞ্চলের ভাদুতলার ভূঁইয়া পাড়াও। ওই এলাকার কয়েকজনকে সেই সময় ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছিল। ওই ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়েই বিপাকে পড়েছে প্রশাসন। উঠেছে সমালোচনার ঝড়।
সূত্রের খবর, আমফানে ওই এলাকার কমলা ভূঁইয়া, চন্ডী ভূঁইয়া, সম্ভু মাহাত-সহ পাঁচ জনের বাড়ি ভেঙে পড়ে। সেই সময় সরকারের তরফে সকলকে পাঁচ হাজার টাকা করে দু’বার মোট ১০ হাজার টাকা ক্ষতিপুরণ দেওয়া হয়।
সম্প্রতি শালবনীর বিডিও নোটিস পাঠান ক্ষতিগ্রস্তদের। তাদের জানানো হয় সরকার থেকে ক্ষতিপূরণের জন্য পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তাদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়ে গিয়েছে। অতিরিক্ত ওই পাঁচ হাজার টাকা দ্রুত ফিরিয়ে দিতে হবে।
যে নোটিস পেয়ে মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্তদের। তাদের দাবি, বহুদিন আগে পাওয়া এই টাকা ইতিমধ্যেই খরচ হয়ে গিয়েছে। তাদের পক্ষে এখন এতো টাকা ফেরত দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন- Basirhat: কন্যা সন্তানকে মেনে নিতে না পেরে মূক ও বধির স্ত্রীকে ঘরছাড়া করল স্বামী
এই বিষয়ে কর্নগড় গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতাপ জাসু বলেন, সরকারের তরফে ভুল হয়েছে। একবারের বদলে তাদের দু’বার করে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই ব্লক প্রশাসনের তরফে টাকা ফেরত চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। তবে, তাঁরা দরিদ্র হওয়ায় একবারে না হলে দুবারে টাকাটি ফেরত দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অন্যথায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।