বাঁকুড়া: মেঝেয় পড়ে রক্ত। দেওয়ালেও রক্ত। গোটা বাড়ি জুড়েই রক্ত। এই চিত্র তৃণমূলের নির্মীয়মাণ পার্টি অফিসের। ঘটনাস্থল বাঁকুড়ার জয়পুর থানার হেতিয়া অঞ্চলের ব্রজশোল গ্রাম। বৃহস্পতিবার সকালে পার্টি অফিসের মধ্যে রক্ত পড়ে থাকার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এর জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়পুর থানার পুলিশ। রক্তের নমুনাও সংগ্রহ করা হয়েছে।
তৃণমূলের দাবি, নির্মীয়মাণ পার্টি অফিসে এখনও দরজা-জানলা লাগানো হয়নি। সেই সুযোগে রাতে সেখানেই কেউ ছাগল-মুরগি কেটেছে। এটা ছাগল-মুরগি রক্ত হতে পারে। যদিও তৃণমূলের এই দাবি মানতে নারাজ গেরুয়া শিবির। বিজেপির বক্তব্য, রাজ্যের ক্ষমতায় তৃণমূল থাকায় অনেক কিছুই ঘটতে পারে। কার্যালয়ে কীভাবে রক্ত এল, তা পুলিশ তদন্ত করে দেখুক।
হেতিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি নদীয়া দে বলেন, পার্টি অফিসে এখন প্লাস্টারের কাজ চলছে। আজ সকালে জানতে পারি, ওখানে রক্ত পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়েছে। তদন্ত চলছে। কোনও পশুর রক্ত হতে পারে। স্থানীয় বিজেপি নেতা নবকুমার চক্রবর্তী, অনেক কিছুই অনুমান করা যেতে পারে। তৃণমূলের বিভিন্ন পার্টি অফিসেই নানান ঘটছে। এটা নতুন কিছু নয়।