কলকাতা টিভি ওয়েব ডেস্ক : শিশুকন্যাকে (Child Abuse) গরম ফ্যান ছুড়ে মারার অভিযোগ (Child Abuse Bengal) মামাতো বউদির বিরুদ্ধে।আশঙ্কাজনক (Basirhat Child Abuse) অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বছর ১১-র ওই শিশু।ঘটনাটি বসিরহাট (Child Abuse India) মহকুমার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের কাঁকুড়িয়া গ্রামের।অভিযোগ অস্বীকার অভিযুক্তদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানার অন্তর্গত মালিয়ারি গ্রামের বাসিন্দা। বাবার বাড়িতে জায়গা জমি সমস্যা থাকার কারণে বাবা-মায়ের সঙ্গে মামার বাড়িতেই থাকত। প্রায় এক বছর ধরে মামা-মামি,মামার ছেলে এবং তার স্ত্রী দিনের পর দিন তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করত। গালিগালাজ, মারধর রোজের বিষয় হয়ে উঠেছিল।
পরিবারের অভিযোগ, শনিবার সন্ধায় খাওয়ার জল আনতে গিয়েছিল ছোট্ট মেয়েটি। ঠিক তখনই বড় মামার বড় বউ গরম ভাতের ফ্যান তাঁর গায়ে এবং মুখে ছুড়ে মারে। ঘটনায় চিৎকার চেঁচামেচি শুরু হলে এলাকার লোকজন ছুটে আসে। যন্ত্রণায় ছটফট করতে থাকে শিশুটি।আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হয়। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় ।চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুকন্যার শরীরের প্রায় ৬০% শতাংশ পুড়ে গিয়েছে।তার অবস্থা যথেষ্ট সংকটজনক।
আরও পড়ুন Madhyamik Exam 2022: মাধ্যমিক পড়ুয়াদের উপর হাতির হামলা ঠেকাতে পথে বনকর্মীরা
শিশুটির বাবা মিজানুর বিশ্বাস রবিবার রাতে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্ত মামনি বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।শুধুই কি পরিবারিক ঝামেলা, নাকি অন্য কোনও কারণ রয়েছে সেটাও খতিয়ে দেখছে পুলিস। যদিও অভিযুক্তদের দাবি, অসাবধানতাবশত ভাতের ফ্যান ফেলতে গিয়ে শিশুটির গায়ে পড়ে যায়।