মেদিনীপুর: প্রচণ্ড গতিতে বাইক নিয়ে দোকান (Shop) ভেঙে ঢুকল দুই মদ্যপ জুনিয়র ডাক্তার (Junior Doctors)। জানাগিয়েছে, এই ঘটনায় গুরতর জখম হয়েছে তারা, দুজনই বেশ কিছুক্ষণ রক্তাক্ত ও অচৈতন্য অবস্থাতে পড়েছিল। তারপর কয়েকজন যুবক-যুবতী এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর চারটে নাগাদ মেদিনীপুর শহরে জগন্নাথ মন্দির চক এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সাধীন জুনিয়ার ডাক্তারেরা (Junior Doctor)।
সুত্রের খবর, মদ্যপ (Drunken) অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Medinipur Medical College) জুনিয়র ডাক্তাররা এই ঘটনা ঘটিয়েছে। রবিবার সকালে ভেঙে যাওয়া ওই দোকানের মালিক ক্ষোভ প্রকাশ করেন। তিনি বিষয়টি পুরপ্রধানকে জানান এবং ওই দুই মদ্যপ ডাক্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্রের খবর, ওই সময় চকে কিছু লোক তখন বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ নিমেষের মধ্যে বিশাল গতিতে একটি বাইক এসে দোকানের দরজা ভেঙে ঢুকে যায়। ধাক্কা খেয়ে ওই দুই মদ্যপ ডাক্তার গুরতর জখম হয়, কিছুক্ষণ পর তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হলেও ঘটনাস্থলে পড়ে থাকে দুমড়ে যাওয়া বাইকটি।
রবিবার দোকানের মালিক শ্যামল পোদ্দার কোতোয়ালি থানায় জানালে পুলিশ বাইকটি উদ্ধার করে নিয়ে যায়। শ্যামল বলেন, ওরা বেপরোয়াভাবে প্রচণ্ড গতিতে বাইক নিয়ে ধাক্কা মারায় আমার দোকানের অনেক ক্ষতি হয়েছে। আমি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি এবিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। পুলিশ তদন্তে নেমে ওই দোকানের সামনে লাগোয়া সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, সেখান থেকে পুর ঘটনাটি প্রকাশে আসে।
আরও পড়ুন: Mamata Banerjee | সোম-শনি শিক্ষাঙ্গনে ছুটি ঘোষণা মমতার
স্থানীয় কাউন্সিলর সৌমেন খান বলেন, ‘যে ডাক্তারদের ভরসায় রোগীরা চিকিৎসা করাতে আসেন, তাঁরা যদি এভাবে মদ্যপ অবস্থায় তাণ্ডব করে তাহলে রোগীদের নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে। আমি এ বিষয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ উভয়কেই ব্যবস্থা নিতে জানিয়েছি।’
পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সহ-সভাপতি অরূপ দাস বলেন, এমনিতেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল। তার ওপরে জুনিয়র ডাক্তাররা যদি এভাবে মদ্যপ অবস্থায় থাকে, তাহলে তারা কী চিকিৎসা দেবে!