skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeজেলার খবরBlack Diamond Express: ট্রেন লাইনে ফাটল, দেড় ঘণ্টা আটকে থাকার পর ছাড়ল...

Black Diamond Express: ট্রেন লাইনে ফাটল, দেড় ঘণ্টা আটকে থাকার পর ছাড়ল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস

Follow Us :

দুর্গাপুর: রেললাইনের ফাটলের জেরে প্রায় দেড় ঘণ্টা আটকে থাকল হাওড়াগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস (Black Diamond Express)।  দুর্গাপুর এবং রাজবাঁধ স্টেশনের মধ্যবর্তী সগড়ভাঙ্গা শিল্পতালুক সংলগ্ন এলাকায় দেখা দেয় ফাটল। এর জেরেই আটকে পড়ে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস (Black Diamond Express Stuck)। কী কারণে লাইনে ফাটল দেখা দিল তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকেরা। রাত ৮টা ৪০ নাগাদ ফাটলটি সাময়িকভাবে মেরামত করে ট্রেনটি ছাড়া হয়।

ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে ধীরে ধীরে পাস করানো হয়। এরপর ওই লাইনে কাজ শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ নাগাদ দুর্গাপুর স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে ছাড়ে এই ট্রেন। স্বাভাবিক গতিতেই গন্তব্যের দিকে এগোচ্ছিল  ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। হঠাৎ করেই যাত্রীরা ঝাঁকুনি অনুভব করেন। তার সঙ্গে প্রচন্ড আওয়াজও হয়। তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেন। আতঙ্কের জেরে অনেক যাত্রীই নেমে পড়েন ট্রেন থেকে।

অবশেষে দেখা যায়, রেললাইনে ফাটল রয়েছে। ফাটল মেরামতির জন্য রেলের দল দ্রুত পৌঁছয় ঘটনাস্থলে। বিক্রম মণ্ডল নামে এক নিত্যযাত্রী বলেন, ‘নির্ধারিত সময়েই ট্রেন ছাড়ে। কাজের দিন হওয়ায় যাত্রীও ভালোই ছিল। দুর্গাপুর থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে প্রবল ঝাঁকুনি হয়। ট্রেন দাঁড়িয়ে যায়। পরে জানতে পারি, রেললাইনে ফাটল দেখা দিয়েছে। অনেকেই ভয়ে ট্রেন থেকে নেমে যান। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন দাঁড়িয়ে থাকার পর তা ছাড়ে।’

আরও পড়ুন: Black Diamond Express: দুর্গাপুরে রেললাইনে ফাটল, আটকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস

RELATED ARTICLES

Most Popular