skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeজেলার খবরPurulia: কৌন বনেগা ক্রোড়পতি হতে গিয়ে আড়াই লাখ খোয়ালেন মহিলা

Purulia: কৌন বনেগা ক্রোড়পতি হতে গিয়ে আড়াই লাখ খোয়ালেন মহিলা

Follow Us :

পুরুলিয়া: ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati) প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আপনাকে বেছে নেওয়া হয়েছে। এমনই একটি ফোন এসেছিল। আর সেখানেই সূত্রপাত। রিয়েলিটি শোয়ের নাম করে ২ লক্ষ ৫০হাজার টাকা প্রতারণা করার অভিযোগ। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুরুলিয়ার সাইবার ক্রাইম থানার পুলিস।ধৃতদের নাম সুভাম কুমার (২৮), সুমন্তকুমার সিংহ (২৪)। এক জনের বাড়ি বিহারের পাটনায়। অন্যজনের ঝাড়খণ্ডের ধনবাদে।

অভিযোগ, পুরুলিয়ার মনবাজার থানা এলাকার বাসিন্দা সুচিত্রা হালদার নামে এক মহিলাকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ র অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ফোন হয়। তারপর সেই মহিলার কাছ থেকে রেজিস্ট্রেশন-সহ নানা অজুহাতে দফায় দফায় ২লক্ষ ৫০ হাজার টাকা নেয় প্রতারকরা।

কিন্তু টাকা নেওয়ার পরেও কোনও রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার কোনো ডাক না পাওয়ায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি। কিন্তু যোগাযোগ করতে না পারায় তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপর তিনি পুরুলিয়া ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন- Punjab Murder: পঞ্জাবে ফের খুন, স্ত্রী-কন্যাকে কুপিয়ে মেরে পলাতক সেনা জওয়ান

তদন্তে নামে ক্রাইম থানার পুলিস। যে হোয়াটসঅ্যাপের মাধ্যেমে এই প্রতারণা করা হয়েছে সেই মোবাইল নম্বর ধরে প্রতারকদের সন্ধান পান পুলিস আধিকারিকরা। মঙ্গলবার বেলঘরিয়া থানা এলাকা থেকে ২ জন প্রতারককে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।

RELATED ARTICLES

Most Popular