skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeজেলার খবরবাড়িতে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার ১

বাড়িতে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার ১

Follow Us :

পূর্ব বর্ধমান: আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগে পুলিশের জালে গ্রেফতার ১ । ধৃতের নাম নাড়ুগোপাল হালদার। ধৃতের বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দক্ষিণ শ্রীরামপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের কাছ থেকে ১ টি আগ্নেয়াস্ত্র ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ডেবরা হাসপাতাল থেকে পলাতক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার

পুলিশ সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরেই তাঁর বিরুদ্ধে গোপনে বেআইনি অস্ত্র রাখার খবর পেয়েছিল  নাদনঘাট থানার পুলিশ। তারপরেই রবিবার রাতে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় নাদনঘাট থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ।  ধৃত ব্যক্তি বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখার জন্য কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে দাবি পুলিশের।

আরও পড়ুন: হাতি দেখতে গিয়ে হাতির হানায় জখম যুবক

এই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে কী কারণে ওই ব্যক্তি বাড়িতে অস্ত্র মজুত রেখেছিল তা জানতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular