কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ঠাকুরবাড়ি নিয়ে ফের একবার আসরে তৃণমূল-বিজেপি (TMC-BJP)। রাজ্য প্রশাসন আগেই হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে ৩০ এপ্রিল বুধবার ছুটি ঘোষণা করেছে। আর এবার এই বিশেষ তিথিতে ঠাকুর পরিবারের সদ্যস্যদের ‘বার্তা’ ( PM to address Matua) দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi )। সোমবার টুইট করে প্রধানমন্ত্রী নিজেই একথা জানিয়েছেন। আগামী ২৯ মার্চ বিকাল ৪.৩০ সময় ভার্চুয়ালি তিনি বক্তব্য পেশ করবেন।
উত্তর ২৪ পরগনার ঠাকুরবাড়িতে মতুয়াদের উৎসব নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছে। করোনার কারণে গত দু’বছর এই উৎসব বন্ধ ছিল। এই বছর অতিমারির প্রকোপ কমে যাওয়ার কারণের হরিচাঁদ ঠাকুরের ২১১তম জন্মতিথি উপলক্ষে মেলার (Matua Dharma Maha Mela 2022) আয়োজন করা হচ্ছে। সেখানেই মঙ্গলবার ভার্চুয়ালি বক্তব্য পেশ করবেন মোদি।
২০১৯ সালে লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে ঠাকুর বাড়িতে (Thakurnagar )এসেছিলেন প্রধানমন্ত্রী। দেখা করেছিলেন বীণাপাণি দেবীর সঙ্গে। এমনকী বিধানসভা ভোটের আগে বাংলাদেশেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী। নজরে ছিল সেই মতুয়া ভোট ব্যাঙ্ক। ২০২৪ সালে লোকসভা ভোটেও যে মতুয়া ভোট ব্যাঙ্ক গুরুত্বপূর্ণ হতে চলেছে তা একপ্রকার নিশ্চিত।
In February 2019, I had the opportunity to visit Thakurnagar. This is a visit that I will never forget. It was very special to get the blessings of Boro Ma Binapani Thakur. pic.twitter.com/dUdBjIRkdv
— Narendra Modi (@narendramodi) March 28, 2022
মোদির মঙ্গলবারের ভাষণ এই ভোট ব্যাঙ্ক মজবুত করার একটি পদক্ষেপ। ঠাকুরবাড়ির সদস্য তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দিল্লি থেকে মোদির ভার্চুয়াল ভাষণের খবর জানিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, মেলা উপলক্ষে আন্দামান থেকে কলকাতা বন্দর পর্যন্ত বিশেষ জাহাজ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরনগরে আসার জন্য ১৫টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
আগামীকাল ২৯শে মার্চ বিকেল ৪-৩০এ মতুয়া ধর্ম মহামেলায় ভাষণ দেবার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। মহান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি সামাজিক ন্যায় ও জনকল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তাঁর জন্মজয়ন্তীও উদযাপন করবো।https://t.co/1DJaRpqdUB
— Narendra Modi (@narendramodi) March 28, 2022
কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আরও জানিয়েছেন, মতুয়াদের জন্য বেশ কিছু ভাবনা চিন্তাও রয়েছে কেন্দ্রীয় সরকারের। অন্যদিকে রাজ্য সরকারও মতুয়া মেলায় অংশ নেওয়ার জন্য বিশেষ বাস পরিষেবা দেবে বলে জানিয়েছে।