skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeজেলার খবরSecond Hooghly Bridge Accident: মালবোঝাই ট্রেলার উল্টে অবরুদ্ধ দ্বিতীয় হুগলি সেতু, জখম...

Second Hooghly Bridge Accident: মালবোঝাই ট্রেলার উল্টে অবরুদ্ধ দ্বিতীয় হুগলি সেতু, জখম ২

Follow Us :

হাওড়া: সাঁতরাগাছি ব্রিজের উপর দুর্ঘটনা (Second Hooghly Bridge Accident)। শনিবার সন্ধ্যায় দ্বিতীয় হুগলি সেতুতে পরপর দুটি মালবোঝাই ট্রেলার উল্টে বিপত্তি। দাঁড়িয়ে থাকা ক্যাব ট্যাক্সির উপর উল্টে পড়ে একটি ট্রেলার। দুর্ঘটনায় আহত ২। ব্যাপক যানজট সৃষ্টি হয় দ্বিতীয় হুগলি সেতুতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছেন জগাছা থানার পুলিস।

পুলিস জানায়, কলকাতা থেকে সাঁতরাগাছি যাচ্ছিল দুটি মালবোঝাই ট্রেলার। যানজট থাকার কারণে দাঁড়িয়েছিল বেশ কিছু গাড়ি। সন্ধ্যে ৬টা নাগাদ দাঁড়িয়ে থাকা এক ক্যাব ট্যাক্সির উপর উল্টে পড়ে মালবোঝাই ট্রেলার। ওই ক্যাবের মধ্যে ছিলেন গাড়ির চালক সহ তিন যাত্রী। চালক রক্ষা পেলেও আহত হন দুজন যাত্রী। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও যাত্রীদের আহত হওয়ার খবর অস্বীকার করেছেন ক্যাবচালক।

আরও পড়ুন: By Election: বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচন ১২ এপ্রিল

দুর্ঘটনার জেরে কোনা এক্সপ্রেস ওয়েতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ ধরে দ্বিতীয় হুগলি সেতুতে কলকাতা এবং হাওড়া দুদিকেই যান চলাচল বন্ধ ছিল। উল্টে পড়া ট্রেলার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন জগাছা থানার পুলিস।

RELATED ARTICLES

Most Popular