শান্তিনিকেতন: আবারও খবরের শিরোনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সকালে বিশ্বভারতীর পাঠভবনের ছাত্রাবাসে এক ছাত্রর দেহ উদ্ধার হয়। বিশ্বভারতীর নিজস্ব হাসপাতলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিস।
পুলিস জানায়, বিশ্বভারতীর দ্বাদশ শ্রেণীতে পাঠরত মৃত ওই ছাত্রের নাম অসীম দাস। বাড়ি নানুরের বনগাঁ গ্রামে। একদম নার্সারি থেকেই বিশ্বভারতীর পাঠভবনের ছাত্রাবাস থেকে পড়াশোনা করত সে। পড়াশোনাতেই ভালোই আগ্রহ ছিল তার। হঠাৎই বৃহস্পতিবার সকালে পাঠভবন থেকে অসীমের দেহ উদ্ধার হয়। পুলিসের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছে অসীম। কোনও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে। সেকারণেই আত্মহত্যার পথ বেছে নেয় অসীম। তবে ঠিক কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিস।
এটি একটি ব্রেকিং নিউজ। খবরটি কলকাতা টিভি ডিজিটাল সদ্য প্রকাশ করেছে। এ সংক্রান্ত আরও বিস্তারিত খবর কিছুক্ষণের মধ্যেই আপডেট করা হবে। সেই খবর পেতে নজর রাখুন কলকাতা টিভি ডিজিটালের হোম পেজে। সমস্ত খবরের খুঁটিনাটি, যাবতীয় তথ্য খতিয়ে দেখার পরই কলকাতা টিভি ডিজিটাল খবর প্রকাশ করে থাকে। একেবারে নির্ভুল, তথ্যসমৃদ্ধ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে কলকাতা টিভি ডিজিটাল দায়বদ্ধ। ফেক নিউজের পাহাড় থেকে খুঁজে খুঁজে প্রকৃত খবর পাঠক, দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কলকাতা টিভি ডিজিটালের সাংবাদিকরা কোনও চেষ্টা সরিয়ে রাখে না।