আসানসোল : আসানসোল পুরসভার বরাকর রামনগর অঞ্চলে নির্বাচনী প্রচার চলাকালীন কোভিড বিধিভঙ্গের অভিযোগ ওঠে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। মঙ্গলবার দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির প্রার্থী এবং যে সংখ্যায় কর্মী সমর্থক ছিলেন, তাতে রাজ্য নির্বাচন কমিশনের কোভিড বিধি লঙ্ঘন হচ্ছে বলে জানানো হয়। পুলিস তাদের প্রচারে বাধা দিতে গেলে বরাকর অঞ্চলে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রাস্তার ওপর বসে পড়েন দিলীপ ঘোষ।
এদিন রামনগর অঞ্চলে যেখানেই দলের প্রাথীদের সঙ্গে নিয়ে প্রচারে গিয়েছেন, সেখানেই কোভিড বিধি না মানার জন্য পুলিসের বাধার মুখে পড়ছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘আমরা কোভিড বিধি মেনেই প্রচার করছি। আমাদের প্রচারে তৃণমূলের বাধা দেওয়ার ক্ষমতা নেই। তাই পুলিসকে দিয়ে সেই কাজ করাচ্ছে। এখন আমরা পাঁচ জন রাস্তায় বসে আছি। তৃণমূল প্রচার করলে কোনও আইন নেই। খালি বিজেপি করলেই দোষ ? আমাদের আইন শেখাচ্ছে।’
মঙ্গলবার আসানসোলে দিলদারনগর এলাকায় বিজেপি প্রার্থী ভৃগু ঠাকুরের সমর্থনে চা পে চর্চাতে যোগ দেন দিলীপ ঘোষ। কিন্তু সেখান থেকে ফেরার সময় ওই এলাকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূল প্রার্থীর রণবীর সিং ওরফে জিতুর সঙ্গে বচসায় জড়ান তিনি। জিতু তাঁকে সোজাসুজি বলেন যে, এই ওয়ার্ডের কোনও কাজ হয়নি। যতটুকু কাজ হয়েছে, সেটা মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে হয়েছে। জিতুর এই অভিযোগে উত্তরে দিলীপ ঘোষ জানান, আসানসোল পুরভোটে বিজেপি জিতবে এবং তারা বোর্ডও গঠন করবে।
সোমবার আসানসোলের রামকৃষ্ণ ডাঙালে বিজেপির নির্বাচনী প্রচার চলাকালীনও কোভিড বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। পুরসভার ২৭ নম্বর এবং ২৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করতে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেই প্রচারে বিজেপির বহু নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। প্রচার কাজে কোভিড বিধি লঙ্ঘন করা হচ্ছে বলে আসানসোল উত্তর থানার পুলিস বিজেপির মিছিল আটকে দিয়েছিল। পরে এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, কোভিড বিধি মেনে নির্বাচনী প্রচার করা হয়েছে।