Wednesday, July 2, 2025
HomeবিনোদনPaoli Dam | Body Shaming | পাওলি দামকে শরীর আর গায়ের...

Paoli Dam | Body Shaming | পাওলি দামকে শরীর আর গায়ের রং নিয়ে কী কী শুনতে হয়েছিল জানেন?

Follow Us :

কলকাতা: খোলামেলা পোশাকে এই টলিউড অভিনেত্রী ক্যামেরার সামনে যথেষ্ট সাবলীল। এমনকি বলিউড ছবিতেও বোল্ডসিনে একাধিক ছবিতে তাঁকে দেখা গিয়েছে। ‘হেট স্টোরি’ (Hate Story) ছবিতে যথেষ্ট সাহসী চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন বঙ্গতনয়া এই অভিনেত্রী। ‘ছত্রাক’ (Chatrak) ছবিতে তাঁর খোলামেলা চরিত্রের (Bold Scene) অভিনয় যথেষ্ট বিতর্ক তৈরি করেছিল। আবার কেরিয়ারের শুরুতে ‘কালবেলা’ ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীকালে বডি শেমিংয়েরও শিকার হয়েছেন অভিনেত্রী। তিনি পাওলি দাম।

সম্প্রতি একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিককে সাক্ষাৎকারে অভিনেত্রী পাওলি দাম (Paoli Dam) জানিয়েছেন, ”১৭ বছর আগে যখন আমি কেরিয়ার শুরু করেছিলাম তখন যাত্রাটা মোটেই সহজ ছিল না। ‘মেয়েটা কালো’, ‘নাকটা বাঁকা’ এমন অনেক প্রশংসা শুনতে হয়েছে। কিন্তু আমি কখনওই হাল ছাড়িনি। আসলে সেই সময় মানুষের ধারণা ছিল যে সমস্ত মেয়েদের শরীরের রং ফর্সা কেবল তারাই প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন। সেই জন্য বেশিরভাগ সময় আমি নায়িকার বোনের চরিত্র পেতাম। কিন্তু আমি কখনওই আত্মবিশ্বাস হারাইনি। গৌতম ঘোষ পরিচালিত ‘কালবেলা’ ছবিটি মুক্তির পর মানুষ আমাকে গুরুত্ব দিতে শুরু করে। আশ্চর্যজনক ভাবে আমার শরীরের রং বদলে যায়! অস্বাভাবিক চেহারাও আমার জন্য কাজ করতে শুরু করে”।

আরও পড়ুন: Bonny Sengupta: আগামী মঙ্গলবার সব নথি নিয়ে ফের হাজিরার নির্দেশ বনিকে 


যারা বডি শেমিং করেন তাদের জন্য অভিনেত্রী পাওলির উপদেশ, ‘এসব বাদ দিয়ে নিজের লক্ষ্যে মন দিন’। পাওলির শারীরিক গঠন নিয়ে মানুষ এখনও বিভিন্ন রকম মন্তব্য করেন বলে অভিনেত্রী জানিয়েছেন, ‘ওহ মাই গড! তুমি মুটিয়ে গেছ, এত ওজন বাড়িয়েছ কেন! এত মোটা হয়ে যাবার পরেও ছোট ড্রেস পরেছ!’ -এসব শুনতে শুনতে আমি সম্পূর্ণ ক্লান্ত হয়ে গিয়েছি। আমি মোটা হব না পাতলা হব সেই সিদ্ধান্ত দেওয়ার তুমি কে? এ ধরনের বডি শেমিং নিয়ে আমি চূড়ান্ত রকমের বিরক্ত। কারোর ওজন- শরীরের রং কিংবা উচ্চতা দেখে মানুষকে বিচার করা যায়!”

পাওলি জানিয়েছেন, যে তাঁর কন্যা সন্তান হওয়ার পর তাঁর ওজন বেড়ে গিয়েছিল। যে কোনও নারীর জন্য এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা নিয়ে মন্তব্য করার অধিকার কি অন্য কারোর থাকতে পারে! ‘তখন পরিচালকরা অনেকেই আমাকে ছবির জন্য চুক্তিবদ্ধ করান নি’। তারপর পাওলি ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কোনটা ভালো আর কোনটা মন্দ সেই সিদ্ধান্ত একমাত্র সে নিজেই নিতে পারে। পাওলি আরও জানিয়েছেন, “অনেকেই আমায় বলেন আমার ফিগার সেরকম নয়, তাই আমার শরীর ঢেকে রাখা উচিত। আমি তাদের নিন্দা করতে চাই না, বরং আমি আত্মবিশ্বাসী। আসলে আমি জানি কীভাবে ছোট পোশাক পরতে হয়।” পাওলির এসব বক্তব্যে অনেক নেটিজেন আবার তাঁর সমালোচনা করে লিখেছেন ‘ছোট পোশাক কী! অনেক দৃশ্যে তো দেখা যায় উনি পোশাকই পরেন নি!’

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39