skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদন'ঝুণ্ড' দেখে আমিরের চোখে জল

‘ঝুণ্ড’ দেখে আমিরের চোখে জল

Follow Us :

শুক্রবার বড়পর্দায় মুক্তি পাচ্ছে নাগরাজ মঞ্জুলে পরিচালিত অমিতাভ বচ্চনের ছবি ‘ঝুণ্ড’।দীর্ঘ তিন বছর পর রূপোলি পর্দায় ফিরছেন বলিউড শাহেনশাহ।ছবিতে বিগ-বির সঙ্গে দেখা যাবে একঝাঁক নতুন মুখকে।অনগ্রসর এলাকার ছেলেমেয়েদের সমাজের মূল স্রোতে ফেরাতে চান একজন শিক্ষক,যিনি একাধারে আবার একজন ফুটবল কোচও।আর এই কঠিন লড়াইতে যাঁর একমাত্র অস্ত্র ফুটবল।‘ঝুণ্ড’-এ এই ফুটবল কোচের ভূমিকাতেই দেখা যাবে অমিতাভকে।ইতিমধ্যেই ছবি নিয়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে।সদ্যই মুম্বইতে হয়ে গেল ছবির স্পেশাল স্ক্রিনিং।‘ঝুণ্ড’ দেখতে হাজির ছিলেন আমির খান।ছবি দেখে এককথায় মু্গ্ধ আমির খান।‘ঝুণ্ড’ তার এতটাই ভালো লেগেছে চোখের জল সামলাতে পারলেন না মিস্টার পারফেকসনিস্ট।পরিচালক,কলাকুশলী থেকে অমিতাভ বচ্চন এবং তার সহশিল্পীরা, সকলের প্রশংসায় পঞ্চমুখ হলেন আমির।সকলের সঙ্গে এদিন দেখাও করলেন তিনি।বড়পর্দায় মুক্তির পর বিগ বির ‘ঝুণ্ড’ যে কামাল করবে বক্সঅফিসে তা এখনই বেশ স্পষ্ট।

RELATED ARTICLES

Most Popular