মুম্বই : অবশেষে সুস্থ হয়ে জয়পুরে আর্য ৩(Aarya Season 3)-র সেটে ফিরলেন সুস্মিতা সেন(Sushmita Sen)।জমজমাট এই থ্রিলার সিরিজের শ্যুটিং করতে গিয়ে গত মাসে হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। পরবর্তীকালে সোশ্যাল সাইটে প্রাক্তন মিস ইউনিভার্স(Former Miss Universe) জানান,তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি(Angioplasty) হয়েছে।অবশ্য এখন তিনি সম্পূর্ণ সুস্থ।শনিবারই তিনি শুরু করে দিয়েছেন আর্য ৩-র শ্যুটিং।ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় ভক্তদের এমনটাই সুখবর দিয়েছেন সুস্মিতা সেন।প্রথম ও দ্বিতীয় সিজনে দারুণ জনপ্রিয়তা পেয়েছে পরিচালক রাম মাধবানির(Ram Madhavani) থ্রিলার ওয়েব সিরিজ আর্য।গত দুটি সিজনের পর সিরিজের থার্ড সিজনের অপেক্ষায় দিন গুণছেন সিনেপ্রেমীরা।
গত মাসেই জয়পুরে শুরু হয়েছে আর্য সিজন ৩-র শ্যুটিং।সিরিজের শ্যুটিং করতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হন সুস্মিতা সেন।অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় অভিনেত্রীকে।যে কারণে এতদিন আর্য ৩-র শ্যুটিংয়ে যোগ দিতে পারেননি তিনি।শেষ পর্যন্ত সুস্থ হয়ে জয়পুরে আর্য ৩-র শ্যুটিংয়ে যোগ দিয়েছেন সুস্মিতা।তাঁর সঙ্গে সিরিজে অভিনয় করছেন চন্দ্রচুড় সিং,সিকন্দর খের,অঙ্কুর ভাটিয়া ছাড়া বহু বলিউড তারকা।এবছরের শেষেই ওটিটিতে আসবে আর্য সিজন ৩।
View this post on Instagram