কলকাতা : একদিকে যেমন তিনি নামকরা গোয়েন্দা,আবার তেমনই সখের সংগীত রসিকও।যদিও সেই গান শুনে সকলেই পালিয়ে বাঁচেন।আবারও ওটিটি দুনিয়ায় ফিরছেন সেই বিখ্যাত ডিটেকটিভ(Detective)।কার কথা বলছি নিশ্চয় বলে বোঝাতে হবে না।হ্যাঁ ঠিকই ধরেছেন।প্রথম সিজনের দারুণ জনপ্রিয়তার পর আরও একবার ডিটেকটিভ গোরা(Gora)-র চরিত্রে নজর কাড়তে চলেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী(Ritwick Chakraborty)।সঙ্গে রয়েছেন সহকারী সারথী ওরফে সুহত্র মুখোপাধ্যায়(Suhatro Mukherjee)। সদ্যই প্রকাশ্যে এসেছে গোরা সিজন ২(Gora Season 2)-র অ্যানাউন্সমেন্ট টিজার।এই জুনেই শুরু হতে চলেছে নতুন সিজনের স্ট্রিমিং।খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে সিরিজের ট্রেলারও।দেখে নেব সিজন ২ নিয়ে কি বলছেন গোরা ও তার সহকারী সারথী।
২০২২সালের জানুয়ারি মাসে জনপ্রিয় ওটিটিতে এসেছিল ওয়েব সিরিজ গোরা সিজন ১।যার নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী।নিজেকে একজন অসাধারণ গোয়েন্দা মনে করেন তিনি।যেমন তেমন খুনের তদন্ত করা তার সাজে না।বরং নিজেকে সিরিয়াল কিলার স্পেশালিস্ট বলেই পরিচয় দিতে বেশি ভালবাসেন ডিটেকটিভ গোরা।রহস্যসন্ধানের পাশাপাশি তাঁর ইন্টারেস্ট রয়েছে সংগীতেও।অবশ্য তাঁর কাছের মানুষরা সব সময় চেষ্টা করেন গোরার গানে ক্ষান্ত দিতে।কারণ,গোরা পবিত্র বেসুরের গুঁতোয় সকলের প্রাণই ওষ্ঠাগত হয়।প্রথম সিজনেই সারা ফেলে দেয় সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় রহস্য রোমাঞ্চ সিরিজ গোরা।সিরিজের গল্পে রয়েছে কমিক রিলিফও।কারণ,গোরা চরিত্রটি এমনই মজাদার।গোরার সহকারী সারথীর চরিত্রে অভিনয় করেছেন সুহত্র মুখোপাধ্যায়।পাশাপাশি দেখা গিয়েছিল ইশা সাহা,অনুরাধা রায়,অভিজিৎ গুহকে।এই জুন মাসের প্যাঁচপ্যাচে গরমেই নতুন রহস্যের সন্ধান করতে দ্বিতীয় সিজনে ফিরছে ডিটেকটিভ গোরা।সিরিজের অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ্যে এনেছেন নির্মাতারা।যেখানে সেই পুরনো মেজাজেই দেখা গিয়েছে গোরাকে।কিছুদিনের মধ্যেই আসবে সিরিজের ট্রেলার।তখনই বোঝা যাবে কেমন হতে চলেছে গোরার নতুন কেস।
Gora | Season 2 | Announcement | নতুন সিজনে ফিরছে গোরা
Follow Us :