বেশ কিছুদিন হলো টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলে মুম্বইতে ফিরেছেন ক্রিকেটার কে এল রাহুল। অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টির ভারতীয় এই ক্রিকেটারের বিয়ের প্রস্তুতি তোড়জোড় অনেকটাই এগিয়েছে। রাহুলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অনেকদিন ধরেই। এই জুটির প্রেম এবং বিয়ের গুঞ্জন জোরালো হয়েছে বলিউডে। বলিউডে। কয়েকদিন আগেই সুনীল শেট্টি জানান খুব শীঘ্রই বিয়ে করছেন তাঁরা। সূত্রের খবর আগামী বছর জানুয়ারিতেই ।
আরো পড়ুন: Kamal Hassan Admitted to Hospital: অসুস্থ কমল হাসান হাসপাতালে
বলিউডের এই বিগ ফ্যাট-ওয়েডিং হবে সুনীল শেট্টির খন্ডালার বাংলোতে। হোটেলে বিয়ে করার পরিকল্পনা আথিয়া এবং রাহুল দুজনেই বাতিল করে দিয়েছেন। দীর্ঘদিন ডেট করার পর এই দুই তারকা জুটির চার হাত এক হতে চলেছে। যদিও বিয়ের তারিখ এখনো সামনে আসেনি।
মেয়ের বিয়ের আয়োজনে কোনোরকম কমতি রাখতে চান না সুনীল। তা জানিয়ে সূত্রটি বলেন, ‘বিয়েতে শুধু দুই পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন না। বরং সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সুনীল শেঠি ও তার স্ত্রী মেয়ের স্বপ্নের বিয়ের আয়োজনের কোনোরকম কমতি রাখতে চান না।’
২০১৯ সালের ফেব্রুয়ারির দিকে আথিয়া ও রাহুলের প্রেমের সম্পর্কের শুরু। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমেই দু’জনের পরিচয়। যদিও তাদের প্রেমের বিষয়টি নিয়ে মিডিয়ায় প্রথম চর্চা শুরু হয় সেই বছর জুনে। এরপর ডিসেম্বরে ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল, যা তাদের প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আকার ইঙ্গিতে একাধিকবার নিজেদের প্রেমের বিষয়টি প্রকাশ করেছেন রাহুল ও আথিয়া।