অ্যাটলি কুমারের ছবি জওয়ান ও রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি,দুই ছবির শ্যুটিংয়েই দারুণ ব্যস্ত শাহরুখ খান।ছবিদুটি প্রযোজনার দায়িত্বেও রয়েছে কিং খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।শোনা যাচ্ছে,নাইনটিজের বেশ কিছু সুপারহিট ছবির রিমেক করার সিদ্ধান্ত নিয়েছে শাহরুখের প্রযোজনা সংস্থা।আর সেই তালিকার উপরে রয়েছে গোবিন্দা,রবিনা ট্যান্ডন,কাদের খান অভিনীত দুর্দান্ত কমেডি ফিল্ম দুলহে রাজা।ছবির ডিজিটাল ও স্যাটেলাইট রাইটসও কিনে নিয়েছে বাদশা খানের সংস্থা।নতুন দুলহে রাজা পরিচালনার ভার কে নেবেন কিংবা ছবিতে কে কে অভিনয় করবেন সেই নিয়ে এখনই তেমন কোন খোলসা না হলেও শোনা যাচ্ছে,রিমেক ফিল্মটির চিত্রনাট্যে লেখার দায়িত্ব ফারহাদ সামজির কাঁধেই তুলে দিয়েছেন শাহরুখ খান।বর্তমানে তিনি সলমনের সঙ্গে কিসি কা ভাই কিসি কি জান ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন ফারহাদ।তবে তারই ফাঁকে দুলহে রাজা-র রিমেকের জন্য চিত্রনাট্য লেখার কাজ সারছেন তিনি।ছবিতে মুখ্যভূমিকায় বড় কোনও তারকাকেই নিতে চান কিং খান।দুলহে রাজা-র রিমেক নিয়ে আগামী দিনে কি আপডেট প্রকাশ্যে আসে সেদিকেই নজর রয়েছে সিনেপ্রেমীদের।
Html code here! Replace this with any non empty text and that's it.