skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদনব্রিকস(BRICS) ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতা ধনুষ

ব্রিকস(BRICS) ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতা ধনুষ

Follow Us :

 ‘ব্রিকস'(BRICS) ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার পুরস্কার পেলেন দক্ষিণী তারকা ধনুষ। ‘আসুরান’ ছবির জন্য তিনি এই পুরস্কার পেলেন। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল ছবিটি। ‘ব্রিকস’ পাঁচটি দেশকে নিয়ে একটি আন্তর্জাতিক সংস্থা। এরা হলো ব্রাজিল,রাশিয়া,ইন্ডিয়া ,চিন ও সাউথ আফ্রিকা। সদ্য হলিউডের ছবি করে ফেরা ধনুষের কাছে এটি একটি অত্যন্ত সম্মানিয় পুরস্কার। ধনুশ এই ছবিতে গ্রাম্য কৃষকের চরিত্রে অভিনয় করে যথেষ্ট সুনাম অর্জন করেছে। মুক্তির পরই তাঁর এই ‘আসুরান’ ছবিটি বেশ সাড়া ফেলে দিয়েছিল। বক্স অফিসেও এই ছবি যথেষ্ট সাফল্য পেয়েছিল।১৯৬৮ সালের ‘কিলভেলমানি’ হত্যাকাণ্ড এই ছবির প্রেক্ষাপট। ছবিতে দেখা গিয়েছে নিম্নবর্ণের কৃষককে।যার কিশোর ছেলে একজন ধনী এবং উচ্চবর্ণের জমিদারকে হত্যা করে। কৃষক-বাবা কিভাবে তার ছেলে এবং পুরো পরিবারকে তা থেকে বাঁচানোর চেষ্টা করবে তা নিয়েই এই ছবি।

২০১৯ সালের অ্যাকশন ড্রামা ‘আসুরান’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেন ধনুষ । এছাড়া ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মঞ্জু ওয়ারিয়ার, প্রকাশ রাজ, কেন করুণাস, আদুকালাম নরেন এবং আম্মু অভিরামি । ‘ব্রিকস’ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় নিজেই জানিয়েছেন ধনুষ। ছবি পোস্ট শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘এটা পরম সম্মান’। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর পাশাপাশি শুরু হয়েছিল ‘ব্রিকস’ ফিল্ম ফেস্টিভাল। সেখানেই ‘ব্রিকস’ চলচ্চিত্রে কর্তৃপক্ষ ৬টি পুরস্কারের কথা ঘোষণা করেছে।

RELATED ARTICLES

Most Popular