কলকাতা : এবার প্যান ইন্ডিয়ান ফিল্মে(Pan Indian Film) টলি সুপারস্টার জিৎ(Jeet)।ইদে মুক্তি(Eid Release) পাচ্ছে জিতের অ্যাকশন প্যাকড ফিল্ম চেঙ্গিজ(Chengiz)।পোস্টারের পর প্রকাশ্যে এল ছবির হিন্দি টিজার(Hindi Teaser)।ছবিতে জিতের বিপরীতে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়(Susmita Chatterjee)।পাশাপাশি দেখা যাবে রোহিত রায় ও শাতাফ ফিগারকে(Rohit Roy & Shataf Figar)।চেঙ্গিজ পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়(Rajesh Ganguly)।২১ এপ্রিল বাংলার পাশাপাশি গোটা দেশ জুড়ে হিন্দিতেও মুক্তি পাবে চেঙ্গিজ।
ইদের বক্সঅফিসে এবার অপ্রতিদ্বন্দ্বী চেঙ্গিজ হতে চলেছেন টলিতারকা জিৎ।২১এপ্রিল মুক্তি পাচ্ছে সুপারস্টারের নতুন ছবি চেঙ্গিজ।শুধু বাংলায় নয়,গোটা দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে জিতের জমজমাট এই অ্যাকশন ফিল্ম।কারণ,এবার বলিউডের প্রযোজনা সংস্থা এ এ ফিল্মসের সঙ্গে হাত মিলিয়েছেন টলিপাড়ার অন্যতম এই সুপারস্টার।গোটা দেশে হিন্দি ভাষায় চেঙ্গিজ পরিবেশনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বলিপাড়ার এই সংস্থা।সাম্প্রতিককালে বাহুবলী থেকে কেজিএফ,কেজিএফ ২ কিংবা কান্তারা-র মতো বক্সঅফিসের ব্লকবাস্টার হিট ছবি পরিবেশনার দায়িত্বে ছিল এ এ ফিল্মস।মু্ক্তির আগে কেজিএফ ও একটি আঞ্চলিক ছবি ছিল।কিন্তু গোটা দেশ জুড়ে ছবিটি যখন হিন্দি ডাবিংয়ে মুক্তি পেল বদলে যায় বক্সঅফিসের চিত্রনাট্য।শাহরুখ খানের জিরো-র মতো ছবিকে মাত করে বিরাট সাফল্য পায় প্রশান্ত নীল পরিচালিত কেজিএফ।রাতারাতি দেশের সুপারস্টার বনে যান যশ।এবার সেই সুযোগ রয়েছে জিতের কাছে।সেলিব্রিটি ক্রিকেট লিগের সৌজন্যে গোটা দেশের ফিল্মি জগতে জিৎ কিন্তু পরিচিত মুখ।চেঙ্গিজ গোটা দেশের বক্সঅফিসে দারুণ ফলাফল এনে দিলে নিমেষেই টলিতারকা থেকে দেশের অন্যতম সুপারস্টার হয়ে উঠতে পারেন জিৎ।তবে সেই পথে তিনি কতটা এগিয়ে যেতে পারেন সেটা কিন্তু চেঙ্গিজ মুক্তির পরই বোঝা যাবে।
Jeet | Chengiz |Hindi Teaser | জিৎ এবার চেঙ্গিজ
Follow Us :