মুম্বই : পরিচালক হনসল মেহতার(Hansal Mehta) হাত ধরে বলিউডে পা রাখছেন কাপুর পরিবারের সদস্য। পরিচালকের নতুন ছবি ফারাজ(Faraaz)-এ মুখ্যচরিত্রে অভিনয় করছেন শশী কাপুরের(Sashi Kapoor) নাতি জাহান কাপুর(Zahan Kapoor)।পাশাপাশি ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে পরেশ রাওয়ালের(Paresh Rawal) ছেলে আদিত্যকেও(Aditya Rawal)।রয়েছেন জুহি বব্বর সোনি ও আমির আলি(Juhi Babbar Soni & Amir Ali)।সদ্যই প্রকাশ্যে এসেছে ফারাজ-এর ট্রেলার।২০১৬সালে ঢাকার ক্যাফেতে সন্ত্রাসবাদী হামলার ঘটনা আজও জ্বলজ্বল করছে সকলের মনে।নৃশংস সেই সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনা নিয়েই ফারাজ তৈরি করেছেন পরিচালক হনসল মেহতা।হামলায় নিহত হয়েছিলেন ২৯জন,যাঁর মধ্যে ছিলেন ২০বছরের এক যুবা ফারাজ হুসেন(Faraaz Hussain)।তবে মারা যাওয়ার আগে বহু হস্টেজের প্রাণ বাঁচিয়ে ছিলেন তিনি। ফারাজের আর একটা পরিচয়,তিনি লতিফুর রহমানের(Latifur Rahaman) নাতি।
সেই ফারাজের চরিত্রেই ছবিতে দেখা যাবে শশী কাপুরের নাতি জাহান কাপুরকে। ছবিতে একজন টেররিস্টের চরিত্রে অভিনয় করেছেন পরেশপুত্র আদিত্য রাওয়াল।দুই নবীন অভিনেতাই ছবির ট্রেলারে দারুণ নজর কেড়েছেন।আগামী ৩ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে ফারাজ।