জনপ্রিয় ওটিটিতে আসছে ওয়েব সিরিজ ফোর মোর শটস প্লিজ সিজন ৩।মুক্তি পেল নতুন সিজনের ট্রেলার।তরফে।প্রথম দুটি সিজনের মতো সিরিজের তৃতীয় সিজনেও মুখ্যভূমিকায় অভিনয় করবেন কৃতি কুলহরি,সায়নী গুপ্তা,মানবী গাগরু ও বাণী জে।পাশাপাশি দেখা যাবে প্রতীক বব্বর,জিম সর্ভ ছাড়াও আরও অনেককে।২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ফোর মোর শটস প্লিজ সিজন ৩-র স্ট্রিমিং।
২০১৯ সালের শুরুতেই জনপ্রিয় ওটিটিতে এসেছিল ফোর মোর শটস্ প্লিজ এর প্রথম সিজন।সিজন ২ মুক্তি পেয়েছিল ২০২০র করোনা কালে।তারপর কেটে গিয়েছে দুই বছরেরও বেশি সময়।অবশেষে ওটিটিতে আসছে ফোর মোর শটস প্লিজ সিজন ৩।কিছুদিনের মধ্যেই সিরিজের নতুন ট্রেলার মুক্তি পাবে বলেই জানা যাচ্ছে।অক্টোবরের ওটিটি বিনোদনের অন্যতম আকর্ষণ হতে চলেছে চার মেয়ের গল্প নিয়ে তৈরি এই সিরিজ।
Four More Shots Please! Trailer : চারটি মেয়ের গল্প
Follow Us :