Home Scroll মার্চ মাস কেমন কাটল আলিয়ার?

মার্চ মাস কেমন কাটল আলিয়ার?

ওয়েব ডেস্ক: মার্চ মাসের প্রায় শেষ। হাতেগোনা আর কয়েকটা দিনই বাকি এপ্রিলের জন্য। মার্চ মাস কেমন কাটল আলিয়া ভাট্টের (Alia Bhatt)? তা তাঁর সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই বোঝা যাবে। আর এবার নিজের ইন্সটাতে একগুচ্ছ ছবি পোস্ট করলেন আলিয়া। যা দেখে বোঝাই যাচ্ছে কেমন কাটল তার মার্চ মাস। নতুন কোন সিনেমার শুটিংয়ে ব্যাস্ত তিনি! চলুন তাহলে জেনে নেওয়া যাক

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ? (@aliaabhatt)

বলিউডের ট্রেন্ডি নায়িকা আলিয়া ভাট্ট। অভিনয়ের দক্ষতার জন্য সকলের মনেই তিনি জায়গা করে নিয়েছেন। ৮ থেকে ৮০ সকলের প্রিয় তিনি। আর এবার নিজের সোশ্যাল মিডিয়াতে একগুচ্ছ ছবি পোস্ট করলেন নায়িকা। সাথে ক্যাপশানে লিখলেন, ‘ march so far’।

আরও পড়ুন: কালো ড্রেসে মিমির ‘উষ্ণ’ ছোঁয়া

ইতিমধ্যেই সঞ্জয় ভানসালির হাত ধরে তিনি বড় পর্দায় ফের আসতে চলেছেন ‘ লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়। যার শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেল তাঁর ইন্সটা পোস্টেই।

পাশাপাশি, একগুচ্ছ ছবির মধ্যে কোথাও তাঁকে জলি মুডে দেখতে পাওয়া যাচ্ছে,

কোথাও তাঁকে দেখা যাচ্ছে শুটিংয়ের জন্য মেকাপে ব্যাস্ত তিনি।

মাতলেন মিরার সেলফিতেও।

আবার কোন ছবিতে হাল্কা রোদের ছোয়া গায়ে মেখে তিনি আরামে ঘুমচ্ছেন। সেই সান কিসেড ছবিও শেয়ার করেছেন তিনি।

আবার জিমে সময় কাটাতেও দেখা গেল তাঁকে।de

দেখুন অন্য খবর