প্রথম ছবির পর আবার একসঙ্গে কাজ করেছেন রনবীর সিংহ ও পরিচালক মনিষ শর্মা। রনবীর এর প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত ‘ এর প্রায় বারো বছর পর আবার একসঙ্গে কাজ করেছেন এই অভিনেতা ও পরিচালক জুটি। ছবির নাম ‘জয়েস ভাই জোরদার’ । ‘গলি বয়’ এর পর আবার পাশের বাড়ির ছেলের মত চরিত্র করছেন রনবীর।
পরিচালকের মতে রনবীর এমন একজন সুপার স্টার, যে সব সময় নিজেকে ছকভাঙা চরিত্রে অভিনয় ঈরে নিজেকে প্রমাণ করেছেন। ভার্সাটাইল চরিত্রে অভিনয় করেও বক্স অফিস হিট দিয়েছেন। এই ছবির শ্যুটিংয়ের পর্ব শেষ হয়েছে, আগামী ১৩ মে এই ছবি মুক্তি পাবে। এই ছবিতে রনবীর সিংহের বিপরীতে দেখা যাবে শালিনী পান্ডেকে।
পরপর বেশকিছু ছবি অপেক্ষা করছে রনবীরের। রোহিত সেট্টির সার্কাস, করন জহরের ছবি রকি অউর রানী কি প্রেম কাহানি। আপাতত রনবীরের ফ্যানরা অপেক্ষায় আছে জয়েস ভাইয়ের কান্ড কারখানা দেখতে। এই ছবির পোস্টার মুক্তি পেতেই রনবীরের লুক চমকে দিয়েছে দর্শকদের।