বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি তারিণীখুড়ো।বাংলা ছোটগল্পের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র এই তারিণীখুড়ো।সত্যজিৎ রায়ের লেখা গল্পবলিয়ে তারিণীখুড়ো গল্প নিয়ে ছবি তৈরি করেছেন জাতীয় পুরস্কার জয়ী চিত্রপরিচালক অনন্ত নারায়ণ মহাদেবণ।ছবির নাম দ্য স্টোরিটেলার।আগামী ৫ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক বুসান ফিল্ম ফেস্টিভ্যাল। বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন এই চলচ্চিত্র উৎসবে প্রতিযোগীতা বিভাগে মনোনীত হয়েছে দ্য স্টোরিটেলার।শুধু তাই নয়,বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চেই হতে চলেছে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার।ছবিতে মু্খ্যভূমিকায় অভিনয় করেছেন পরেশ রাওয়াল,আদিল হুসেন,তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় ও রেবতী।বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মতো গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে ছবি প্রদর্শিত হতে চলেছে,কাজেই বেজায় খুশি দ্য স্টোরিটেলার-এর পরিচালক অনন্ত নারায়ণ মহাদেবন।এই ছবি সত্যজিৎ রায়ের প্রতি তাঁর এই ট্রিবিউট,বড়পর্দায় মুক্তি পাওয়ার আগে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকমহলে কেমন সারা ফেলে ছবি সেদিকেই তাকিয়ে পরিচালক।
Html code here! Replace this with any non empty text and that's it.