skip to content
Homeবিনোদন'পুষ্পা' ছবির কাজ ফিরিয়ে ছিলেন যিশু

‘পুষ্পা’ ছবির কাজ ফিরিয়ে ছিলেন যিশু

Follow Us :

পরিচালক সুকুমাররে ছবি ‘পুষ্পা’ বক্স অফিস কাঁপাচ্ছে। ৪০০ কোটির বেশি ব্যবসা করায় এই ছবির কলাকুশলীদের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া হয়েছে।

তবে এই ছবির অফার টলিউডের হার্টথ্রব যিশু সেনগুপ্তর কাছে এলে তিনি এই ছবি ফিরিয়েদেন। আফসোস না থাকলেও মনোকষ্ট তো একটু হয়েইছে।

তবে এই ছবির জন্য পরিচালক বেশকিছু অভিনেতাদের কাছে পুষ্পা ছবির প্রস্তাব নিয়ে গেলে তাঁরা কাজ করতে অস্বীকার করে, অবশ্যই তাঁরা আজ পস্তাচ্ছেন। এদের মধ্যে আছেন দিশা পাটানি, নোরা ফাতেহি,মহেশ বাবু, সামান্থা।

টলিউড বলিউডের কাজে ব্যস্ত যিশু ও এই ছবির কাজ ফিরিয়ে দেন।

‘পুষ্পা’ ছবিতে ফহাদের চরিত্রটির জন্য যিশু সেনগুপ্তকে বেছে নেওয়া হয়েছিল। প্রস্তাব এলেও করোনার কারণে এই ছবিতে অভিনয় করতে পারেননি যিশু। কোভিডের দু’টি ঢেউ স্তিমিত হয়ে যাওয়ার পরও সময় দিতে পারেননি যীশু। তবে ‘পুষ্পা’-র মতো ছবি হাতছাড়া করেও তার কোনও আক্ষেপ নেই। কারণ তার পরেই তিনি চিরঞ্জিবীর সঙ্গে ‘আচার্য’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান। তবে মনো দুঃখ কিছুটা রয়েই গেছে।

RELATED ARTICLES

Most Popular