মুম্বই : এবার রমকম ফিল্মে নওয়াজউদ্দিন সিদ্দিকি(Nawazuddin Siddiqui)।১২ মে মুক্তি পাচ্ছে অভিনেতার নতুন ছবি জোগিরা সারা রা রা(Jogira Sara Ra Ra)।প্রকাশ্যে এসেছে ছবির দুর্দান্ত টিজার(Teaser)।ছবিতে নওয়াজের বিপরীতে রয়েছেন অভিনেত্রী নেহা শর্মা(Neha Sharma)।পাশাপাশি দুর্দান্ত একটি চরিত্রে দেখা যাবে সঞ্জয় মিশ্রা(Sanjay Mishra) কেও।জোগিরা সারা রা রা-র পরিচালক কুশন নন্দী(Kushan Nandy)।
বিগত কয়েকমাস ধরেই বারবার খবরে এসেছেন বলিপাড়ার অন্যতম সেরা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।অবশ্য কোনও ছবির জন্য নয়,স্ত্রী আলিয়া সিদ্দিকির জন্যই চর্চায় ছিলেন অভিনেতা।গতবছর টাইগার শ্রফ অভিনীত হিরোপন্তি ২ ছবিতে ভিলেন লাইলার চরিত্রে নজর কেড়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।অবশ্য বক্সঅফিসে মোটেও তেমন সাফল্য পায়নি ছবি।গতবছর থেকে বেশ কিছু ছবির শ্যুটিং সেরেছেন নওয়াজ।যার মধ্যে অন্যতম টিকু ওয়েডস্ শেরু,নুরানি চেহরা,বোলে চুড়িয়া।সেই তালিকায় রয়েছে পরিচালক কুশন নন্দীর রোম্যান্টিক কমেডি ফিল্ম জোগিরা সারা রা রা-ও।ছবিতে নওয়াজের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন নেহা শর্মা।রয়েছেন সঞ্জয় মিশ্রা সহ একঝাঁক বলিউড অভিনেতা-অভিনেত্রী।ক্যামিও রোলে দেখা যাবে মিঠুনপুত্র মহাঅক্ষয় চক্রবর্তীকেও।গতবছরই শেষ হয়েছে ছবির শ্যুটিং।অবশেষে বড়পর্দায় মুক্তি পাচ্ছে জোগিরা সারা রা রা। এই প্রথমবার নওয়াজউদ্দিন সিদ্দিকি যে বেশ অন্যরকম চরিত্রে রূপোলি পর্দায় ধরা দেবেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
Jogira Sara Ra Ra | Nawazuddin Siddiqui | Neha Sharma | রমকম ফিল্মে নওয়াজ
Follow Us :