মুম্বই : দীর্ঘ ২৫বছর পর বলিউড ফিল্মে কাজ করলেন দক্ষিণী অভিনেত্রী জ্যোতিকা(Jyothika)।নায়িকার আর একটা পরিচয়,তিনি তামিল সুপারস্টার সুরিয়ার(Suriya) পত্নী।১৯৯৮সালে প্রিয়দর্শনের(Priyadarshan) পরিচালনায় ডোলি সাজা কে রাখনা(Doli Saja Ke Rakhna) ছবিতে কাজ করে অভিনয় জীবনে পা রেখেছিলেন জ্যোতিকা।এটি অভিনেত্রীর কেরিয়ারের প্রথম বলিউড ছবিও ছিল।এরপর সবকটি দক্ষিণী ভাষায় অসংখ্য ছবিতে অভিনয় করলেও আর বলিউডমুখী হননি চন্দ্রমুখী(Chandramukhi) খ্যাত এই অভিনেত্রী।তবে ২৫বছর পর বলিউড ছবিতে অভিনয় করলেন জ্যোতিকা।সদ্যই রাজকুমার রাওয়ের(Rajkumar Rao) নতুন ছবি শ্রী(Sri)-র শ্যুটিং সেরেছেন দক্ষিণী নায়িকা।সোশ্যাল সাইটে সেই সুখবর জানাতে মোটেও ভোলেননি তিনি।ইন্ড্রাস্ট্রিয়ালিস্ট শ্রীকান্ত বোল্লার(Srikant Bolla) জীবনের উপর শ্রী ছবিটি তৈরি করছেন পরিচালক তুষার হীরনন্দানি। ছবিতে শ্রীকান্ত বোল্লার চরিত্রেই দেখা যাবে রাজকুমার রাওকে।রয়েছেন আলায়া ফার্ণিচারওয়ালা ও শরদ কেলকর(Alaya F & Sharad Kelkar)।
ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জ্যোতিকাও। দীর্ঘদিন পর বলিউড ফিল্মে কাজ করে রীতিমতো খুশি নায়িকা।এর জন্য অবশ্য তিনি নির্মাতাদেরই ধন্যবাদ দিচ্ছেন।রাজকুমার রাওয়ের বড় ভক্ত তিনি।তাঁর মতো বড় অভিনেতার সঙ্গে অভিনয় করে গর্বিত অনুভব করছেন দক্ষিণী নায়িকা।