শুনো না সঙ্গ মরমর্ গানে তাজমহলের সামনে রোম্যান্স করছেন জ্যাকি ভাগনানি,সঙ্গে নায়িকা নেহা শর্মা।বছর আটেক আগে এই গানই মন জয় করেছিল সিনেপ্রেমীদের। রবিবার প্রায় একইরকম দৃশ্য দেখা গেল তাজমহল চত্বরে।শুধু বদলে গিয়েছেন জ্যাকির নায়িকা থুড়ি গার্লফ্রেন্ড।বলিউড অভিনেতা তথা প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রাকুলপ্রীত সিং।সদ্যই পরিচালক লভ রঞ্জন ও আলিশা বৈদ্যের বিয়ে উপলক্ষে আগ্রা গিয়েছিল বলিপাড়ার এই লাভবার্ডস্।বিয়ের পর্ব মিটতেই রথ দেখার ফাঁকে কলা বেচার মতো তাজমহল দর্শনে যান জ্যাকি ও রাকুল।ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাজের সামনে দুজনের সেই ছবি।রবিবার ছুটির দিনে তাজমহল চত্বর ছিল রীতিমতো ভিড় ভারাক্রান্ত।এরই মধ্যে নায়ক নায়িকার প্রবেশে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।যদিও কিছুক্ষণ সময় কাটানোর পরই তাজমহল ছাড়েন জ্যাকি ও রাকুল।