নভেম্বরেই বড়পর্দায় আসছে পরিচালক অংশুমান প্রত্যুষের ছবি ওগো বিদেশিনী।মুক্তি পেল ছবির নতুন গান মা পড়েছে বড় মুশকিলে।গানটি সুর করেছেন ও গেয়েছেন প্রতীক কুণ্ডু।ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা।তাঁর নায়িকার ভূমিকায় রয়েছেন বিদেশিনী আলেকজান্দ্রা টেলর।পাশাপাশি দেখা যাবে মানসী সিনহা,শান্তিলাল মুখোপাধ্যায়,রাজনন্দিনী পাল ছাড়াও আরও অনেককে।এই মাসেই মুক্তি পেতে চলেছে অংশুমান প্রত্যুষ পরিচালিত ছবি ওগো বিদেশিনী। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার এবং রোম্যান্টিক গান কাছাকাছি।কেরিয়ারের শুরুতে জিৎ অভিনীত ছবি প্যান্থার-হিন্দুস্থান মেরি জান কিংবা এসওএস কলকাতা-র মতো ছবি পরিচালনা করলেও ওগো বিদেশিনী-তে একেবারেই ঘরোয়া বিষয় বেছে নিয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ।
আরও পড়ুন – Jee Le Zara : জোর জল্পনায় ‘জি লে জারা’
ছবির নায়ক(অঙ্কুশ) বছরের অধিকাংশ সময়ই কর্মসূত্রে লন্ডনে থাকে।ছেলেকে নিয়ে বাবা(শান্তিলাল মুখোপাধ্যায়) নিশ্চিত থাকলেও মা(মানসী সিনহা)-য়ের আতঙ্ক ছেলে মেমবউ না ঘরে নিয়ে আসে।নিশ্চিত হতে সোজা রওনা লন্ডনের ফ্লাইটে।উদ্দেশ্য ছেলেকে বিয়ে দিয়ে সংসারী করে তুলতে হবে।কিন্তু লন্ডনে গিয়ে দেখে সেখানে ছেলের একটি বিদেশিনী বান্ধবী(আলেকজান্দ্রা টেলর) রয়েছে, যে আবার তাঁর প্রতিবেশিও। প্রায়শই বাড়িতে আসে সে।আদপে বিদেশিনী মেয়েটি ছেলেটির প্রেমিকা, যদিও মা শুরুতে কিছুই টের পায় না।কিছুদিনের মধ্যেই মার সঙ্গে ছেলের বান্ধবীর দারুণ বন্ধুত্ব হয়ে যায়।দুজনে একসঙ্গে ঘুরে বেড়ায় লন্ডন শহরের আনাচে কানাচে।মেয়েটিকে দারুণ পছন্দও করে ফেলে সে।কিন্তু কোনও ভাবেই সেই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে নারাজ মা।চুপিচুপি ছেলের বিয়ে অন্য একটি পাত্রী তৃষার(রাজনন্দিনী পাল) ঠিক করে ফেলে সে।কিন্তু একদিকে প্রেমিকা অন্যদিকে মা,টানপোড়েছে ছেলেটি জেরবার। কিন্তু শেষ পর্যন্ত ছবির গল্প কোনদিকে এগোল সেটা জানার জন্য আর কয়েকদিনের অপেক্ষা।কারণ কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ওগো বিদেশিনী।
আরও পড়ুন – Varun Dhawan : বরুণের দক্ষিণ প্রেম
&