জিতের নতুন ছবি ‘রাবণ’ নিয়ে তারকার ভক্তদের মধ্যে রয়েছে দারুণ উন্মাদনা। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ছবির রোম্যান্টিক ট্র্যাক ‘ইউ আর মাই লাভ’।অ্যাশ কিংয়ের গাওয়া সেই গানে দেখা গিয়েছে জিৎ ও লহমার জমজমাট রোম্যান্স।সদ্যই প্রকাশ্যে এসেছে সেই গানেরই দু্র্দান্ত মেকিং ভিডিও।আসুন একবার দেখে নেওয়া যাক কেমন করে ক্যামেরায় ফুটে উঠল জিৎ-লহমার অনস্ক্রিন প্রেম।অ্যাকশন-রোম্যান্স কমেডি সবকিছু নিয়েই ছবিটি তৈরি করেছেন পরিচালক এম এন রাজ।ছবিতে জিৎ-লহমা জুটির পাশাপাশি দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী,শতাফ ফিগার,খরাজ মুখোপাধ্যায় ছাড়াও আরও অনেকেই। একসময় একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিলেও বিগত বেশ কিছু বছর ধরেই জিতের বাজারে ভাটা চলছে।গত পুজোয় মুক্তি পেয়েছিল ‘বাজি’।নায়িকা হিসেবে ছবিতে জিতের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।করোনাকালে দীর্ঘদিন মুক্তি পায়নি প্রিয় তারকার কোন ছবি।তাই বাজি নিয়ে দর্শকদের প্রত্যাশা থাকলেও বক্সঅফিসে মোটেও ভালো ফল করেনি অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ছবি।অবশেষে স্বমহিমায় ফিরলেন টলিপাড়ার সুলতান।পূজোর পরপরই প্রকাশ্যে আসে নতুন ছবি ‘রাবণ’-এর ফার্স্টলুক। আর তাতেই রীতিমতো নজর কাড়েন সুপারস্টার জিৎ।তখন থেকেই ‘রাবণ’ নিয়ে আশায় বুক বাঁধছিলেন জিতের ভক্তকূল। দীর্ঘ অপেক্ষার পর ইদ উপলক্ষে ২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবি।বক্সঅফিসে ভালো ফল করবে ‘রাবণ’,এমনটাই মনে করছেন সিনেপ্রেমী মহল।
Html code here! Replace this with any non empty text and that's it.