skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদননাগরাজের ছবিতে আমির?

নাগরাজের ছবিতে আমির?

Follow Us :

নাগরাজ মঞ্জুলের আগামী ছবিতে কি দেখা যাবে আমির খানকে? এমন জল্পনায় সরগরম বলিউড। শুক্রবার মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন অভিনীত পরিচালকের নতুন ছবি ‘ঝুণ্ড’। বক্সঅফিসে ভালো ফল করার পাশাপাশি ইতিমধ্যেই দর্শক-সমালোচকদের মন জয় করেছে ছবি।বলিপাড়ার পরিচালকরাও ‘ঝুণ্ড’-কে দারুণ পছন্দ করছেন।বড়পর্দায় মুক্তির আগেই ছবি দেখে ফেলেছেন আমির খান।‘ঝুণ্ড’ দেখে রীতিমতো স্তম্ভিত হয়েছিলেন তিনি।পরিচালক,ছবির মুখ্য তারকা অমিতাভ বচ্চন সহ একঝাঁক নতুন অভিনেতাদের প্রশংসা শোনা যায় আমিরের মুখে।এরপর থেকেই বলিপাড়ায় জল্পনা শুরু হয়,তবে কি নাগরাজ মঞ্জুলের পরের ছবির তারকা কি আমির খান?বর্তমানে একটু অন্যধারার ছবিতেই দেখা যাচ্ছে মিস্টার পারফেকসনিস্টকে।তাই নাগরাজের ছবিতে আমিরের কাজ করাটা মোটেও অস্বাভাবিক কিছু নয়।তবে সদ্যই এই প্রসঙ্গে মুখ খুলেছেন ‘ঝুণ্ড’-এর পরিচালক নাগরাজ মঞ্জুলে।

তিনি জানিয়েছেন,কেরিয়ার শুরুর দিন থেকে আমিরকে পাশে পেয়েছেন তিনি।প্রথম ছবি অভিনেতাকে পাশে বসিয়ে দেখিয়েছিলেন নাগরাজ।তাঁর প্রশংসা এবং পরামর্শ সবসময়ই গুরুত্বপূর্ণ।আমিরের সঙ্গে কাজের প্রসঙ্গে পরিচালকের মত,প্রথম দিন থেকেই তিনি ছবিতে আমিরকে কাস্ট করতে চান।বিভিন্ন ছবি নিয়ে ভাবনা প্রিয় অভিনেতার সঙ্গে শেয়ারও করেছেন তিনি।আমিরও এই বিষয়ে সবসময় সমর্থন জুগিয়েছেন।আগামী দিনে তাঁরা নিশ্চয় একসঙ্গে কাজ করবেন।এমনটাই বলছেন নাগরাজ মঞ্জুলে।

RELATED ARTICLES

Most Popular