জনপ্রিয় বলিউড অভিনেত্রী তথা নৃত্যশিল্পী নোরা ফাতেহির নাম ফ্রান্সের ‘টপ মিউজিক ইনফ্লুয়েন্সার অন ইনস্টাগ্রাম’ এর তালিকায় উঠেছে। এই তালিকায় রয়েছেন আরো দুই বিশ্বমানের তারকাশিল্পী বিয়ান্সে এবং ট্র্যাভিস স্কটের নামও। প্রসঙ্গত, গত জুন মাসে লড়ার একটি গানের ভিডিও ‘ডার্টি লিটিল সিক্রেট’ প্রকাশিত হবার পর দেশের যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। পরবর্তীকালে সেটি ভারতবর্ষ পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শ্রোতাদের মন জয় করেছে। নোরার গাওয়া এই ট্র্যাকটি সারা বিশ্বে ২০২২ সালের গ্রীষ্মকালীন সংগীতের পরিণত হয়েছে। এই গানের সাফল্য তাঁকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পীদের তালিকায় নিয়ে এসেছে। ভারতের সীমানা অতিক্রম করে সারা বিশ্বজুড়ে ধারাবাহিকভাবে সংস্কৃতির প্রতিনিধিত্ব করছেন তিনি। এই গানের জনপ্রিয়তাই নোরাকে এই সম্মানজনক তালিকায় এনেছে। ‘ডার্টি লিটল সিক্রেট’ গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন নোরা ফাতেহি। ফ্রান্সের ‘টপ মিউজিক ইনফ্লুয়েন্সার অন ইনস্টাগ্রাম’ এর তালিকায় প্রথম স্থানে রয়েছেন তারকা শিল্পী বিয়ন্সে। দ্বিতীয় স্থানে ট্র্যাভিস স্কট। নোরা রয়েছেন চতুর্থ স্থানে। দিলবার কামরিয়া ও চাকরি সাকি গার্মিসহ বেশ কিছু জনপ্রিয় গানের সঙ্গে নেচেছেন নোরা ফাতেহি। অল্প সময়ের মধ্যেই বলিউড দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এবার আন্তর্জাতিক মানের তারকাদের সঙ্গে একই সারিতে উচ্চারিত হবে তাঁর নাম।
Html code here! Replace this with any non empty text and that's it.