‘মিঠাই'( mithai) ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী সৌমিত্তৃষা কুন্ডু(soumitrisha kundu) এবার জি বাংলা(Zee bangla) চ্যানেল কর্তৃপক্ষকে কটাক্ষ করে বসলেন। তার কারণ টিআরপি কমে যাওয়ার জন্য এই ধারাবাহিকের স্লট(Serial Slot) বদল করে দেয়া হয়েছিল। স্লট বদল হলেও এই ধারাবাহিকের সমান জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে।
আসলে ওটিটি(OTT Platform) প্ল্যাটফর্ম জি ফাইভের তরফে ফেসবুকে একটি পোস্ট করা হয় এদিন। একটি প্রমোশনাল পোস্ট ছিল সেটি। সেখানে লেখা ছিল, সপ্তাহান্তে কি কি ছবি দেখা যাবে সেই নিয়ে চিন্তায় থাকলে মুশকিল আসান করবে জি ফাইভ। সেই পোস্টে সৌমিতৃষার একটি ছবি ব্যবহার করেছে তাঁরা। সেখানে ছাপোষা শাড়িতে দেখা মিলেছে অভিনেত্রীর। আর এই নিয়েই অভিযোগ তুলেছেন অভিনেত্রী। তিনি সেই পোস্টের কমেন্ট গিয়ে সরাসরি লেখেন, “আর ছবি নেই তোমাদের কাছে? এক ছবি আর একই শাড়ি খালি? এসো রোজ একটা করে ছবি তুলতে দেখাবো মজা।”
অভিনেত্রীর এমন কঠোর জবাবের পরেই কমেন্ট বক্সে হইহই পরে যায়। অভিনেত্রীর অনুরাগীদের একজন লেখেন, “সৌমিতৃষা যা বলল, আর পরেরবার এই ছবি দেখবে না।” আর একজন লেখেন, “জি শকড, মিঠাই রকস।”